ফেসবুকে এবার এক বেতিক্রম আয়োজন !!

দেশ বিদেশে ছড়িয়ে থাকা সকল বাংলা ভাষাভাষী ভাই বোনদের জন্য আমরা এক বেতিক্রম আয়োজন নিয়ে উপস্থিত হয়েছি।

গান শুনতে কে না ভালবাসে !? গুনগুণ করে বা গলা ছেড়ে হেঁড়ে গলায় অথবা মধুর সুরে গান গাইতে আমরা সবাই কমবেশি ভালবাসি তবে এও সত্যি আমরা সবাই গায়ক-গায়িকা নই।

আমাদের বেতিক্রম আয়োজন হচ্ছে . . .

আপনার যদি কোন এ্যালবাম বেরিয়ে থাকে এবং সেই এ্যালবামের কোন গানের সাউন্ড যদি আপনার কাছে মনে হয় পারফেক্ট না তাহলে গানটি MP3 ফরম্যাটে পাঠিয়ে দিন আমাদের ইনবক্সে, আমরা আপনার সেই গানটিকে রি-এডিট এবং মাস্টার করে আপনার কাছে সেন্ড করে দিবো ২৪ ঘন্টার মধ্যে; একদম ফ্রি !!

আপনি কি খালি গলায় গান রেকর্ড করেছেন বা কারাওয়ে (Karaoke) সাউন্ড ট্র্যাকের সাথে গান গেয়ে রেকর্ড করেছেন অথবা মোবাইলেই আপনার গান রেকর্ড করেছেন ? আপনি যে ভাবেই আপনার গান রেকর্ড করে থাকুন না কেন পাঠিয়ে দিন আমাদের ইনবক্সে যে কোন ফরম্যাটে, ২৪ ঘন্টার মধ্যে আপনার সেই গান এডিট ও মাস্টার হয়ে রি সেন্ড হয়ে যাবে আপনার ইনবক্সে; একদম ফ্রি !!

আপনি কি একজন প্রফেশনাল সিঙ্গার অথবা মিউজিসিয়ান ? আপনার ইন্সট্রুমেন্টাল সাউন্ড ট্র্যাক এবং সোলো ভোকাল সেন্ড করুন আমাদের ইনবক্সে। সাউন্ড মিক্সিং, এডিট এবং মাস্টার করে রি সেন্ড করা হবে আপনার ইনবক্সে ৩৬ ঘন্টার মধ্যে; একদম ফ্রি !!

আপনি কি কোরআন তেলয়াত করতে ভালোবাসেন ? তাহলে রেকর্ড করুন আপনার কন্ঠে তেলয়াত আপনার মোবাইল ফোন দিয়ে অথবা কম্পিউটারে মাইক্রোফোন সেট করে এবং পাঠিয়ে দিন আমাদের ইনবক্সে, আপনার তেলয়াতের সুরকে আরো সমুধুর করে পাঠিয়ে দিবো আপনার ইনবক্সে ২৪ ঘন্টার মধ্যে এবং অবশ্যই একদম ফ্রি চার্জে !!

আমাদের এই বেতিক্রম আয়োজন চলবে ৩১শে আগস্ট ২০১৫ পর্যন্ত। ভালো থাকুন, সুন্দর ও সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ

“প্রিয় বন্ধুগণ এই লেখাটি আমাদের ভাই আবু সাদাৎ জাবের -এর ফেসবুক পেইজ Jab’s Hill Home Studio‘র থেকে পোস্ট করা হয়েছে। আমাদের দায়িত্ব মনে করে আমরা আমাদের নিউজে লেখাটি পোস্ট করছি। নিম্নে আবু সাদাৎ জাবের ভাইয়ের ফেসবুক আইডি এবং তাঁর ফেসবুক পেইজ “জ্যাবস হিল হোম স্টুডিয়ো’র লিংক দেয়া হলো”। যারা আগ্রহী তাঁরা জ্যাবস হিল হোম স্টুডিয়ো’র পেইজে লাইক দিয়ে এ্যাক্টিভ থাকতে পারেন এবং এই ধরণের আয়োজনে নিজেদের মেধাটা একটু যাচাই-বাছাই করে নেওয়ার আহ্বান থাকলো আমাদের পক্ষ থেকে..”

আবু সাদাৎ জাবেরের ফেসবুক আইডি লিংকঃ- https://www.facebook.com/jaber.rabbi

আবু সাদাৎ জাবেরের ফেসবুক পেইজ জ্যাবস হিল হোম স্টুডিয়ো’র লিংকঃ- https://www.facebook.com/JabsHillHomeStudio

 

 

প্রবাসনিউজ২৪.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *