বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের নিরাপত্তারক্ষী সোমবার রাতে আত্মহত্যা করেছেন। দিল্লিতে তসলিমার নিরাপত্তার জন্য জন্য স্বরাষ্ট্র মন্ত্রক সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) থেকে রক্ষী নিয়োগ করেছে। তসলিমা অবশ্য মাস খানেক ধরে দিল্লির বাসভবনে থাকছেন না। উগ্রপন্থীদের হুমকি পেয়ে সাময়িকভাবে তসলিমা যুক্তরাষ্ট্রে রয়েছেন।
জানা গেছে, সোমবার রাতে তসলিমার কাজের বুয়া গুলির শব্দ শুনে বাইরে এসে দেখেন যে ডিউটিরত জওয়ানটি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, জওয়ানটি নিজের সার্ভিস রিভলবার থেকে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছে। পুলিশের অনুমান, জওয়ানটি অবসাদে ভুগছিল। সে কোনও সুইসাইট নোট রেখে গিয়েছে কিনা তার খোঁজ করছে পুলিশ।
এআর