চট্টগ্রামের সীতাকুন্ডের বারুদকুন্ডে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেসের সাথে কর্ভাড ভ্যানের সংঘর্ষে চারটি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজন নিহত হয়েছে।
বুধবার সকাল পাঁচটায় এ ঘটনা করে। ট্রেন লাইনচ্যুত হওয়ায় চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। স্থানীয় ও পুলিশের সহযোগিতায় কর্ভাড ভ্যানটি রেল লাইন থেকে সরানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, সকাল পাঁচটার এই দূর্ঘটনা ঘটে। স্থানীয় একটি দুধের ফ্যাক্টরি থেকে কার্ভাড ভ্যানটি ঝুঁকি নিয়ে রেললাইনটি পার হতে গিয়ে এই দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা ভ্যানটিকে রেললাইন পার হতে নিষেধ করেছিল।
চারটিবগি লাইনচ্যুত হওয়ায় এটি ঠিক করতে পাঁচ-ছয় ঘন্টা লেগে যাবে। পাহাড়তলী থেকে রিলিফ ট্রেন আসছে তার পরে এই বগি তোলার কাজ শুরু হবে।
Moin Ahmed liked this on Facebook.
Shajahan Mohammed liked this on Facebook.
Bilal Ahmed liked this on Facebook.