ঢাকা : এবার আওয়ামী লীগের ভূঁইফোড় সংগঠনের তালিকায় যুক্ত হলো আরেকটি তিলক। এমন অর্ধশতাধিক সংগঠন থাকার পরও অনুমতি না নিয়েই আত্মপ্রকাশ করলো ‘বাংলাদেশ আওয়ামী সৈনিক প্লাটুন’ নামে এক সংগঠন।
সোমবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এটির আত্মপ্রকাশ ঘোষণা করা হলো।
সংবাদ সম্মেলনে এসএম মজিবুর রহমান নামের এক ব্যক্তি নিজেকে সভাপতি উল্লেখ করে ২৪ সদস্যের নাম প্রকাশ করেন। কমিটি ঘোষণার সময় পাঁচ/ছয় জন ছাড়া অন্য সদস্যরা উপস্থিত ছিলেন না।
এর আগে বিভিন্ন সময় এ ধরনের ভূঁইফোড় সংগঠন নিয়ে ব্যাপক সমালোচনা হয় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে। অতীতে অনেকেই ভূঁইফোড় সংগঠন করে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা হাতিয়ে নেয়ার চেষ্টা করেছে। এসব সংগঠন যেকোনো মুহূর্তে কয়েকজন লোক নিয়ে সভা সমাবেশ করে অযাচিত বক্তব্য দেয়ার কারণে অতীতে অনেকবার বৃহৎ এ দলটিকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। আর এরপর থেকে এ দলের সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, ‘আমার পরিবার বা দলের নাম ভাঙিয়ে কেউ যদি কোনো জবরদখল করে তাহলে সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তাকে সোপর্দ করবেন।’ এছাড়া সরাসরি তাকে ফোন অথবা ইমেইল করার জন্যও বলেছিলেন। সঙ্গে তিনি তার ব্যক্তিগত মোবাইল নম্বর ও মেইল ঠিকানা উন্মুক্ত করে দিয়েছিলেন।
এদিকে সংবাদ সম্মেলনে এস এম মজিবুর রহমান বলেন, ‘মাত্র আমাদের কমিটি আত্মপ্রকাশ করেছে। পরবর্তীতে মূল দলের অনুমতি নিবো। একই সঙ্গে আমরা মাঠে সক্রিয় ভূমিকা পালন করবো।’ সংগঠনটি তাদের কাগজপত্রে কেন্দ্রীয় ঠিকানা হিসেবে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ ব্যবহার করছে।
Moin Ahmed liked this on Facebook.
RS Shohel liked this on Facebook.
Showkat Hossain liked this on Facebook.