অপ্রত্যাশিত বজ্রপাত

হেডফোনে ফেভারিট লিষ্টের গান শুনছিল কথা। হঠাৎ বেজে উঠলো- ”ও মেঘলা মেয়ে যাসনে উঠে-এখনো দেখা শেষ হয়নি তোকে’। সারা শরীর কেঁপে উঠলো কথা’র ! বিষাদে ব্যাথাতুর হয়ে গেল মন।
একদিন আড্ডা দিয়ে উঠে আসার সময় এ গানটাই ছেড়েছিল আরিফ ! সে দিন কথা’র দিকে আহ্বানের হাত তুলে ঠোঁট মিলিয়ে আরিফ’ও গেয়েছিল-”হাহাকার মনকুঁড়ি, যাসনে ও মেঘলা মেয়ে! হাত জড়ো মনে পুড়ি,বহু কাল তোকে চেয়ে।” তা দেখে খুব হেসেছিল কথা। মনে পড়তেই কান্না পাচ্ছে আজ।
সমবয়সী ছিল দু’জন ! আরিফ দ্বিতীয় বর্ষের, কথা প্রথম বর্ষের। সম্পর্কটা ছিল ফ্রেন্ডলি প্রথমে। একটা সময় ভালবাসায় রূপ নেয়। কত মধুর ছিল দিনগুলো। প্রতিটি রাত ভালবাসায় মাখানো চ্যাটিং আর ফোনালাপে ভরা। প্রতিটি দিন পাশাপাশি হাঁটা আর খুনসুটি করা।
কথার মুখের উপর সরে আসা চুল আঙ্গুল দিয়ে সরিয়ে দিয়ে আরিফ বলতো- ‘অগোছালো মেয়ে।” কথা শিহরিত হয় শুনে। সেই থেকে ইচ্ছে করেই মুখের উপর চুল এনে রাখতো।
হঠাৎ আরিফ’ বদলে যায়। আগের মতো সময় দেয় না কথাকে ! না ফোন, না চ্যাট। ‘কথা’ জানতে পারে অন্য মেয়ে আরিফের’র প্রেমে পড়েছে। মেয়েটি কথা’র চেয়ে আকর্ষনীয়া। প্রথমদিকে আরিফ পাত্তা দিতো না। এক সময় ঝুঁকে পড়ে সে মেয়েটার প্রতি। এড়িয়ে যেতে থাকে কথা’কে।
এ নিয়ে দু’জনের মাঝে কত ঝগড়া। এক পর্যায়ে আরিফ ব্রেকাপ নামের অপ্রত্যাশিত বজ্রপাত ছুড়ে দিল। ঝলসে গেল দীর্ঘদিনের একে অন্যের হয়ে থাকার প্রতিজ্ঞাবদ্ধ সম্পর্ক ব্রেকাপ নামক বজ্রপাতে।
নাহ ! কথা ভাবতে পারছেনা আর। চোখে বইছে শ্রাবণের জলধারা। গানটাকে বিষাক্ত মনে হচ্ছে আজ। ডিলিট করে দিল সাথে সাথে। অশ্রুসিক্ত নয়নে খুঁজতে লাগলো পুরোনো চ্যাট !
যেখানে আরিফ লিখেছিল.. জীবন মানে তুমিময়- মৃত্যু মানে তোমায় হারাবার ভয়।
একজন আমাকে বলেছিল টিনএজারদের প্রেমের গল্প লিখতে। দুঃখিত!
টিনএজদের কোন প্রেমের গল্প লিখতে পারিনি। যে সম্পর্ক রিলেশন আর ব্রেকাপ এ সীমাবদ্ধ ! তা দিয়ে প্রেমের গল্প হয় না। এই বয়সটা আবেগের ! আবেগের জোয়ার আসলে গড়ে উঠে, আবেগে ভাটা পড়লে ধ্বংস হয়।
প্রেম এখন রিলেশনের মোড়কে আচ্ছাদিত। বয়ফ্রেন্ড ও প্রেমিক এখন এক নয় ! প্রেমিক ত্যাগে জয় করে-বয়ফ্রেন্ড জয় করে ব্যয়ে। প্রেমিকের ভিতর থাকে টান-বয়ফ্রেন্ডের ভিতরে থাকে আকর্ষণ।
কথা মেয়েটি এখনো আরিফের ই রয়ে গেছে। পার্থক্য শুধু ব্রেকাপের আগে আরিফের উপস্থিতি কথাকে ভালো রাখতো ! আর ব্রেকাপের পর আরিফের উপস্থিতি তাকে কাঁদায়,দেয় যন্ত্রণা।
কথা নামের মেয়েটাও ভালো বেসেছিল ! গুছিয়ে অনেক স্বপ্ন দেখেছিল। কিন্তু আজ সে গুলোকেই বিষাক্ত মনে হয়। শূন্য থাকলে আফসোস থাকে ! কিন্তু পূর্ণতার পর শূন্য হলে কষ্ট থাকে। জমাট বাঁধা কষ্ট। যদি ধরে রাখতে না পারো তবে পূর্ণ করোনা। যদি পূর্ণ করো- তবে শূন্য করোনা।
ভাল রাখার কথা বলে আহ্বানের হাত বাড়ানোর আগে ভেবে দেখ! তুমি কি পারবে?
লেখা ঃ নয়ন

৩ thoughts on “অপ্রত্যাশিত বজ্রপাত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.