চাঁদপুরের কচুয়ায় ভূইয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার আটজনকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
রোববার দুপুরে তাদের চাঁদপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাসের আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কচুয়া থানার এসআই নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ডে নেওয়া আটজন হলেন-মনির হোসেন,ফারুক হোসেন, মো. লিটন মিয়া, মো. মোজাম্মেল হোসেন, পপি আক্তার, ওয়ালী উল্লাহ, মো. সবুজ ও আলাউদ্দিন।
পুলিশ জানায়, জাতীয় শোক দিবসের নামে যুবলীগ নামধারী কয়েক যুবককে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর চাঁদপুরের কচুয়ার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার এবং হল সুপার ফজলুর রহমানকে গত ১৫ আগস্ট রাতে লাঞ্ছিত ও মারধর করা হয়।
এর প্রতিবাদে ১৬ আগস্ট বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করলে ওই যুবকরা বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদেরও মারধর করে। এতে ৩০ শিক্ষার্থী আহত হয়।
এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার বাদী হয়ে আটজনের নামসহ অজ্ঞাত ২০ জনকে আসামি করে থানায় মামলা করেন।
Moin Ahmed liked this on Facebook.
Akther Hamed liked this on Facebook.