পুলিশের বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের মৃত্যু আইনের অধীনেই হচ্ছে বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক। আজ রোববার সকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
পুলিশপ্রধান বলেন, ‘যে কোনো ক্রসফায়ার অথবা বন্দুকযুদ্ধে কারো মৃত্যু হলে সে বিষয়ে পুলিশকে জবাবদিহিতার মধ্যে থাকতে হয়। তা ছাড়া এ বিষয়ে পুলিশ দপ্তরে বিস্তর অনুসন্ধান চালানো হয়।’
আইজিপি বলেন, ‘সন্ত্রাসীদের কোনো দল নেই। তারা যত ক্ষমতাবানের ছত্রছায়ায় থাকুক না কেন, তাদের কঠোরভাবে দমন করবে আইনশৃঙ্খলা বাহিনী।’
শহিদুল হক বলেন, ‘যে দলেরই হোক, যত প্রভাবশালীই হোক তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। আইনগত ব্যবস্থা নিতে গিয়ে যদি পুলিশ হুমকির মধ্যে পড়ে, পুলিশের জীবননাশের আশঙ্কা থাকে সেখানে অনেক সময় গানফাইট হয়। সেই গানফাইটে যদি কারো মৃত্যু হয়, সেটাও আইনি প্রক্রিয়ার মধ্যে। সেটা আমাদের জবাবদিহিতার মধ্যে আনতে হয়, এক্সিকিউটিভ এনকোয়ারি করতে হয়। কিন্তু আমরা আইনশৃঙ্খলার উন্নয়নের জন্য, মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা আমরা চালিয়ে যাব।’
Good
এক বাপের এক ছেলে liked this on Facebook.
Ibrahim Khalil Ullah liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.
মুরাদনগর-বাসীর প্রিয় নেতা ও আদর্শের প্রতীক, বিএনপি’র কেন্দ্রীয় সহ সভাপতি জনাব “আলহাজ্ব কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ” সাহেব’কে জড়িয়ে গত ২১ শে আগস্ট কিছু কুলাঙ্গার ও দুষ্টচক্র যে মিথ্যা এবং বানোয়াট সংবাদ/অপপ্রচার চালিয়েছে “বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল” (মুরাদনগর উপজেলা শাখা) এর পক্ষ থেকে তাদের ঘৃণিত মিথ্যাচার/নোংরামির তীব্র প্রতিবাদ জানাই।
দুষ্টচরিত্রবান মিথ্যুক অপপ্রচারকারীরা ভুলে যাবেনা না, মুরাদনগর এবং কায়কোবাদ এ দুটি অবিচ্ছিন্ন নাম। মুরাদনগরের মাটি ও মানুষের অন্তরজুড়ে মিশে আছে দাদাভাই (কায়কোবাদ) এর অস্তিত্ব, যতোই মিথ্যাচার আর কাল্পনিক গল্পকাহিনী সাজান না কেনো প্রকৃত সত্য সকলের জানা আছে। তাই অযথা অপপ্রচার মিথ্যাচার ছাড়ুন, গুণীজনদের যথার্থ সম্মান ও মর্যাদা দিতে শিখুন। কায়কোবাদ (দাদাভাই) আমাদের মহান নেতা তাহার নামে অবাঞ্ছনীয় মিথ্যাচার কোনদিনই মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবেনা। জোয়ারে ভেসে আসা শেওলা কখনো স্থায়ী হয়না, সামান্য প্লাবনেই তলিয়ে অথবা ভেসে যায়। দাদা ছিলো,আছে এবং থাকবে…. ইনশাআল্লাহ।
মুরাদনগর সাইবার ইউজার দলের পক্ষে…
রবিউল আউয়াল সরকার।
যুগ্ম আহবায়ক,
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল।
মুরাদনগর উপজেলা শাখা, কুমিল্লা।
https://m.facebook.com/MRabiulAwalSarkar
How can we believe that he is a educated parson….? from where he study…???
পুলিশ কখনো এক চোখা হতে পারে না কারন আইন তাদের হাতে।
Shajahan Mohammed liked this on Facebook.
Shaiful Islam liked this on Facebook.
সাইমন ইসলাম liked this on Facebook.