ছাত্রলীগ নেতা আরজু নিহতের ঘটনায় জড়িত সবাইকে জবাব দিতে হবে: ফজলে নূর তাপস

ছাত্রলীগ নেতা আরজু মিয়া নিহতের ঘটনায় যারা জড়িত তাদের সবাইকে জবাব দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ নেতা ফজলে নূর তাপস, এমপি। বিএনপি-জামায়াতের তৈরি র‌্যাব দিয়ে এই সরকার চলতে পারে না মন্তব্য করে র‌্যাবকে ঢেলে সাজানোর কথা বলেছেন তিনি। কিশোর রাজাকে পিটিয়ে মেরে ফেলার ঘটনায় প্রধান অভিযুক্ত ছিলেন হাজারিবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া।

র‌্যাবের দাবি, অভিযানে গেলে বন্দুকযুদ্ধে নিহত হন আরজু। একই পরিণতি হয়েছে মাগুরায় মায়ের পেটে শিশু গুলিবদ্ধ হওয়ার ঘটনায় জড়িত আজিবরের। রাজধানীর হাজারিবাগে আরজু মিয়ার কুলখানিতে অংশ নিয়ে র‌্যাবের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ওই এলাকার সরকারদলীয় সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস।

তাপস বলেন, বিএনপি-জামায়াত র‌্যাব সৃষ্টির মাধ্যমে বহু নিরপরাধ মানুষকে হত্যা করেছিলো। র‌্যাবকে ঢেলে সাজাতে হবে, জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমার আরজুকে কেনো হত্যা করা হলো তার জবাব প্রত্যেকটা ব্যক্তিকে দিতে হবে।

প্রতিক্রিয়াশীল শক্তিরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করে বলেন, বিএনপি-জামায়াতসহ সকল প্রতিক্রিয়াশীল শক্তি যখন নিঃশেষের পথে তখন নতুনভাবে দলকে সরকারের প্রতিপক্ষ করার চেষ্টা করা হচ্ছে। দলকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। দল এবং সরকারে যেনো বিভেদ তৈরি না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহবানও জানিয়েছেন ফজলে নূর তাপস। সুত্রঃ চ্যানেল আই অনলাইন

এআর

৩ thoughts on “ছাত্রলীগ নেতা আরজু নিহতের ঘটনায় জড়িত সবাইকে জবাব দিতে হবে: ফজলে নূর তাপস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *