ইরান আবার একটি ড্রোন ভূপাতিত করেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ খবর দিয়েছে।
বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, ইরানের পশ্চিমাঞ্চলে ড্রোনটি ভূপাতিত করা হয়। আর এ খবর নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ শহরের বিমান প্রতিরক্ষা ইউনিটের প্রধান লেফটেন্যান্ট কর্নেল ফারজাদ ফেরেইদুনি।
তিনি জানান, ড্রোনটি কয়েকদিন আগে গোয়েন্দা মিশনে ইরানের ভেতরে প্রবেশ করে। কিন্তু ইরানের প্রতিরক্ষা বাহিনীর চোখ ফাঁকি দিতে পারেনি ড্রোনটি। ইরানের ঢোকার পরপরই তা সামরিক বাহিনীর নেটওয়ার্কের আওতায় আসে, সেটিকে ইরানি ক্ষেপণাস্ত্র ইউনিট ভূপাতিত করে। তবে ড্রোনটি কোথা থেকে এসেছিল এবং গোয়েন্দাবৃত্তির লক্ষ্যবস্তু কী ছিল সে সম্পর্কে লেফটেন্যান্ট ফারজাদ ফেরেইদুনি কিছু বলেননি।
এর আগেও কয়েক দফা ইরানের সামরিক বাহিনী মার্কিন ও ইসরাইলি ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে ২০১১ সালে আরকিউ-১৭০ নামের একটি ড্রোন কব্জা করে ইরান। এছাড়া, কিছুদিন আগে ইস্ফাহান প্রদেশের দিকে যাওয়ার সময় একটি ইসরাইলি ড্রোনকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ভূপাতিত করেছিল ইরানের সামরিক বাহিনী।
সূত্র : রেডিও তেহরান।
এআর
Hm Oliullah Nure liked this on Facebook.
MD Furkan Ahmed liked this on Facebook.