পায়ুপথে ইয়াবা পাচার, আটক ১

কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে প্রায় এক হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চট্টগ্রাম পুলিশ।

গ্রেফতার আবদুল হামিদ (৫০) কক্সবাজার-ঢাকা রুটের শ্যামলী পরিবহনের চালক। তার বাড়ি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায়।

শনিবার প্রথম প্রহরে শাহ আমানত সেতু এলাকায় সেন্ট মার্টিন পরিবহনের একটি বাস থেকে হামিদকে গ্রেফতার করা হয় বলে বাকলিয়া থানার ওসি মো. মহসিন জানিয়েছেন।

তিনি বলেন, ”বাসটিতে যাত্রী হয়ে ঢাকায় যাচ্ছিলেন হামিদ। রাত সোয়া ১টায় তল্লাশি চালানোর সময় সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। থানায় আনার পর তার স্বীকারোক্তি অনুসারে মলদ্বারে লুকিয়ে রাখা ৯৪০টি ইয়াবা পাওয়া যায়।”

আগেও একাধিকবার এভাবে নিষিদ্ধ এই ট্যাবলেট পাচারের কথা হামিদ স্বীকার করেছেন বলে জানান ওসি মহসিন।

হামিদের বিরুদ্ধে বাকলিয়া থানায় একটি মামলা হয়েছে।

২ thoughts on “পায়ুপথে ইয়াবা পাচার, আটক ১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *