রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত আওয়ামী ওলামা লীগের সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালীকে দেখতে শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আহত ইলিয়াস ঢামেক হাসপাতালে ৪৮নং কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের কাছে ইলিয়াস হোসাইনের চিকিৎসার খোঁজ খবর নেন। পাশাপাশি তিনি ওলামা লীগের নেতার সঙ্গেও কথা বলেন। এরপর দুপুর আড়াইটার দিকে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল থেকে বেরিয়ে যান। তবে এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
এদিকে, ছুরিকাঘাতের ঘটনায় আটক মোহাম্মদ মুজাহিদকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে (ডিবি) হস্তান্তর করেছে পল্টন থানা পুলিশ।
প্রসঙ্গত, শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট দিয়ে বের হওয়ার সময় ইলিয়াস হোসাইনকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ মোহাম্মদ মুজাহিদকে আটক করে। পরে হাসপাতালে ইলিয়াস হোসাইন দেখতে এসে পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান দাবি করেন, আটক মুজাহিদ আনসারউল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য।
Moin Ahmed liked this on Facebook.
Arif Ahmed liked this on Facebook.
Shahidul Alam liked this on Facebook.