১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণের হোতা দাউদ ইব্রাহিম সপরিবারে পাকিস্তানেই রয়েছেন। ভারতীয় গোয়েন্দারা সম্প্রতি এই প্রমাণ পেয়েছেন। দেশটির ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসে এই খবর প্রকাশিত হয়েছে।
স্ত্রী মেজাবেন শেখ, ছেলে মইন নওয়াজ ও তিন মেয়ে মাহরুখ, মেহরিন ও মেজিয়ার সঙ্গে করাচিতেই রয়েছেন দাউদ। নথি হিসেবে করাচির ঠিকানায় দাউদের স্ত্রীর নামে একটি টেলিফোন বিল গোয়েন্দাদের হাতে এসেছে। পাসপোর্টে দাউদের সাম্প্রতিক ছবিও পেয়েছেন গোয়েন্দারা। দাউদের পরিবারের সদস্যরা চলতি বছরেই এমিরেটসের বিমানে বেশ কয়েকবার করাচি থেকে দুবাই যাতায়াত করেছেন। পাসপোর্টের নথি, বিমানের যাত্রী তালিকা থেকে এই বিষয়ে নিশ্চিত হয়েছেন গোয়েন্দারা।
যদিও দাউদ নিজে পাকিস্তানের বাইরে গেছেন এমন কোন নথি গোয়েন্দাদের হাতে আসেনি। এর আগে প্রত্যর্পণের প্রশ্নে দাউদ পাকিস্তানে নেই বলেই বারবার দাবি করেছে ইসলামাবাদ।
Shoton Biswas liked this on Facebook.
Aminul Islam Badhol liked this on Facebook.
Shahriar Nafees liked this on Facebook.
Jahangir Kabir liked this on Facebook.