রাজধানীর রমনা থানার নাশকতা মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
তিন দিনের রিমান্ড শেষে শনিবার শওকতকে আদালতে হাজির করা হলে ঢাকা মহানগর হাকিম ওয়ায়েজ কোরনী খান চৌধুরী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম নতুন করে রিমান্ড না চাইলেও মামলা শেষ না হওয়া পর্যন্ত সাংবাদিক শওকত মাহমুদকে কারাগারে রাখার আবেদন জানান।
গত বুধবার শওকত মাহমুদকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ৯ জানুয়ারি রমনা থানার মগবাজার এলাকার সেলিব্রেশন কমিউনিটি সেন্টারের সামনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ওই থানার এসআই আতিকুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
Yusuf Un Nobi Babu liked this on Facebook.
Homayun Dastagir liked this on Facebook.
Nakul Sarkar liked this on Facebook.
Elias Ali Prodhania liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.