কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন ডাকাত নিহত

কুমিল্লায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহতের নাম আবদুল কাদের (৩৫)। তিনি মনোহরগঞ্জ উপজেলার বড়নীকুন্ডু  গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে।
পুলিশের দাবি, কাদের আন্তঃজেলা ডাকাত দলেল সদস্য ছিলেন।
শনিবার ভোরে সদর দক্ষিণ উপজেলার লাকসাম রোডের পেরুল এলাকায় এ ঘটনা ঘটেছে।
‘বন্দুকযুদ্ধে’র এ ঘটনায় আরো ৩ ডাকাত আহত এবং ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলিসহ ৮ ডাকাত সদস্যকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার ভোর সাড়ে ৩টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার লাকসাম রোডের পেরুল এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো ১০/১২ জন সশস্ত্র ডাকাত। খবর পেয়ে ওই সড়কে টহলরত জেলা ডিবি পুলিশের এসআই শাহ কামাল আকন্দ ও এসআই সহিদুল ইসলাম পুলিশের একটি দল নিয়ে ওই স্থানে পৌঁছালে ডাকাতরা গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালালে কাদের গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ সময় ঘটনাস্থল থেকে ৩টি এলজি, ১টি বিদেশি শটগান, ৩টি ধারালো অস্ত্র ও ৫ রাউন্ড গুলিসহ আরো আটজনকে আটক করা হয়েছে। তারা হলেন- নেয়ামত উল্লাহ , সহিদুল ইসলাম, নোমান মিয়া, সৌরভ, জাহাঙ্গীর, জামাল, জুয়েল ও বাবুল।
ডিবি পুলিশের এসআই শাহ কামাল আকন্দ বলেন, ‘নিহত আবদুল কাদেরের বিরুদ্ধে লাকসাম ও মনোহরগঞ্জসহ বিভিন্ন থানায় ডাকাতির অভিযোগে অন্তত ৯টি মামলা রয়েছে। তার মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

৩ thoughts on “কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন ডাকাত নিহত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *