গ্রিক প্রধানমন্ত্রীর পদত্যাগ

ঢাকা: নিজের দলের কট্টরপন্থিদের বিরোধিতায় সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারানোয় পদত্যাগ করেছেন গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সিস সাইপ্রাস। সংসদে ‍শক্ত অবস্থানে ফেরার জন্য আগাম নির্বাচন নির্ধারণ করে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সাইপ্রাস রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণ দিয়ে পদত্যাগের সিদ্ধান্ত জানান। ভাষণের পরপরই তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন।

গ্রিক সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিচ্ছে। খবরে বলা হচ্ছে, যেহেতু আন্তর্জাতিক ঋণদাতাদের সঙ্গে বেলআউট চুক্তি করে সাইপ্রাস সংসদে নিজের সিরিজা পার্টির সদস্যদের বিরোধিতার মুখে পড়েছেন, তাই আগাম নির্বাচনে যাচ্ছেন তিনি। আর এ নির্বাচনের পথ সুগম করতেই পদত্যাগ করেন তিনি।

সংবাদমাধ্যম আরও বলছে, নতুন বেলআউট চুক্তির আওতায় অ্যাথেন্স প্রথম কিস্তিতে ২৩ বিলিয়ন ইউরো (১ লাখ ৯৭ হাজার ৫৪৮ কোটি টাকা) ঋণ সহায়তা পায়। সেখান থেকে বৃহস্পতিবার ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংককে (ইসিবি) ঋণের ৩ দশমিক ৪ বিলিয়ন ইউরো (২৯ হাজার ২১২ কোটি টাকা প্রায়) ফেরত দেয় গ্রিস।

৭ thoughts on “গ্রিক প্রধানমন্ত্রীর পদত্যাগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *