নোয়াখালীর জসিম সাগর পথে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে জাহাজ ডুবে নিখোঁজ

imageলিবিয়া থেকে সাগর পথে ইতালি যাওয়ার সময় জাহাজ ডুবে নিখোঁজ হয়েছেন নোয়াখালী চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের অমরপুর গ্রামের আশরাফুল আমিন জসিম। ্এ ঘটনায় নিখোজ হতভাগার পরিবারে চলছে শোকের মাতম। পরিবার ও স্বজনদের কান্নায় সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। গতকাল বৃহসম্পতিবার দুপুরে জসিমের বড় ভাই আলিম আল রাজু জানান, গত এক বৎসর পূর্বে জসিম চাকুরী নিয়ে লিবিয়ায় যায়। আর্থিক সচ্চলতার জন্য জীবনের ঝুকি নিয়ে জসিম সাগরপথে ইতালি যাওয়ার পরিকল্পনা করে।গত ৩ আগস্ট জসিম সর্বশেষ মোবাইলে তার মায়ের সাথে কথা বলে।এর পর থেকে জসিমের আর কোন খোঁজ পাওয়া যায়নি। তবে জসিমের সঙ্গে থাকা চাটখিল উপজেলার সোমপাড়া গ্রামের সবুজ নামের এক যুবক গত ৬ আগষ্ট মোবাইল ফোনে জসিমের স্বজনদেরকে জানায়, জাহাজ ডুবিতে জসিম নিখোঁজ হয়। উল্লেখ্য গত ৪ আগষ্ট গভীর রাতে ভ‚-মধ্য সাগরে ঝড়ের কবলে পড়ে জাহাজটি ডুবে যায়। পরে ইতালিয়ান কোস্টগার্ড তাদের মধ্য থেকে ৩ শতাধিক যাত্রীকে জীবিত উদ্ধার করেছে। এদিকে ঘটনার পর ১৬দিন অতিবাহিত হলেও সন্তানের কোন খবর না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার মা, স্ত্রী ও সন্তানসহ স্বজনরা।

৮ thoughts on “নোয়াখালীর জসিম সাগর পথে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে জাহাজ ডুবে নিখোঁজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *