ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নতুন করে ষড়যন্ত্র করতে লন্ডন যাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মাহবুব-উল আলম হানিফ বলেন, খালেদা জিয়া নতুন করে ষড়যন্ত্র করার জন্য লন্ডন যাচ্ছেন। সেখানে ওনার কুপুত্র রয়েছেন, যার কাজ ওখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, দেশ ও স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করা, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস ও বিতর্কিত করা। সেই ষড়যন্ত্রকারীর কাছেই খালেদা জিয়া যাচ্ছেন।
আওয়ামী লীগের এ নেতা বলেন, উনি (খালেদা জিয়া) ভেবেছেন ঢাকায় বসে ষড়যন্ত্র করে খুব একটা সফলতা হয়নি, লন্ডন গিয়ে ষড়যন্ত্র করে মা-ছেলে মিলে এই সরকারকে একটা বিপদে ফেলা যাবে!
বিএনপির প্রতি হুঁশিয়ারি জানিয়ে তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, বাঙালি জাতি আর ভুল করতে রাজি নয়, বাঙালি জাতি একাত্তরের চেতনায় আজ ঐক্যবদ্ধ। একাত্তরের পরাজিত শক্তির এজেন্ডা আপনাকে বাস্তবায়ন করার সুযোগ বাঙালি জাতি দেবে না।
খালেদা জিয়ার উদ্দেশ্যে হানিফ বলেন, যতই ষড়যন্ত্র করেন না কেন, এ ষড়যন্ত্র বাংলাদেশে কীভাবে প্রতিহত করতে হয়, ষড়যন্ত্রের বিষদাঁত কীভাবে উৎপাটন করতে হয়, সেটা আমরা জানি, বাঙালি জাতি জানে। সময় হলে দেখবেন আপনার (খালেদা জিয়া) ষড়যন্ত্র কোথায় যায়।
কোনো ধরনের ষড়যন্ত্র করে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো যাবে না উল্লেখ করে তিনি বলেন, ষড়যন্ত্র করে এই সরকারের বিরুদ্ধে কোনো ক্ষতি করা যাবে না। এ জন্য সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হবে।
ঢাকা ওয়াসা শ্রমিক ইউনিয়নের আয়োজনে শোক দিবসের এ আলোচনা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী।
শ্রমিক লীগের সহ-সভাপতি ও ঢাকা ওয়াসা শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজ উদ্দিনের সভাপতিত্ব অনুষ্ঠানে আওয়ামী লীগের শ্রম সম্পাদক হাবীবুর রহমান সিরাজ, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিন এ খান, শ্রমিক ইউনিয়নের সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ একাধিক শ্রমিক নেতা বক্তব্য রাখেন।
Moin Ahmed liked this on Facebook.