সুপ্রিম কোর্টের তিন আইনজীবী নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের দেওয়া বক্তব্যকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেছেন, ‘কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার আগে তাঁকে দোষী সাব্যস্ত করে বক্তব্য দেওয়া দুঃখজনক।’
আজ বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন খন্দকার মাহবুব।
খন্দকার মাহবুব হোসেন বলেন, গতকাল বুধবার বিকেলে সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতি মিলনায়তনে পেশাজীবী সমন্বয় পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছিলেন, ‘সুপ্রিম কোর্টের তিন আইনজীবী গ্রেপ্তার হওয়া উদ্বেগের বিষয়। তাঁদের মধ্যে একজন নারী ব্যারিস্টার গ্রেপ্তার হয়েছেন। এটা কী আমাদের জন্য একটা অশনি সংকেত নয়? আমরা আইনজীবীরা কোনোদিনই চরমপন্থা বা টেরোরিস্টের দিকে যাইনি। এটি নতুন দেখা যাচ্ছে। এটি আমাদের জন্য খুবই উদ্বেগের বিষয়।’
এর জবাবে খন্দকার মাহবুব হোসেন আজ বলেন, আইনজীবীরা গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করেন। তাদের কেউ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে জড়িত এটা আমি বিশ্বাস করতে পারি না। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা যদি এসব কথা বলে থাকেন তাহলে আইনজীবীরা এর বিরুদ্ধে সোচ্চার হবেন। কেননা এতে সব আইনজীবীকে অপমান করা হয়েছে।’
জবাবে খন্দকার মাহবুব বলেন, ‘কারো বিরুদ্ধে অভিযোগ আসার সঙ্গে সঙ্গে তাঁকে দোষী সাব্যস্ত করা দুঃখজনক। তবে বিচারে তিন আইনজীবীর অভিযোগ প্রমাণিত হলে অন্যায়কে সমর্থন করব না।’
মঙ্গলবার রাত ৯টার দিকে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেড’কে আর্থিক সহযোগিতা দেওয়ার অভিযোগে বিএনপিদলীয় সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা (৩৯), অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন (৩০) এবং অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপনকে (২৫) গ্রেপ্তার করে র্যাব।
Mohammad Anamul Hoque Babul liked this on Facebook.
নজরুল ইসলাম সবুজ liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Elias Ali Prodhania liked this on Facebook.
Md Kamrul Md Kamrul liked this on Facebook.