চট্টগ্রামের বাকলিয়ায় এক ব্যক্তির মরদেহ দেখতে গিয়ে খুন হয়েছেন আফতাব আহমেদ নামে এক ব্যবসায়ী। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে বাকলিয়ার হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আফতাব আহমেদ একটি আবাসন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন জানান, স্থানীয় সৈয়দুর রহমান নামে এক ব্যক্তি গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। রাতেই সৈয়দুরের বাড়িতে যান আফতাব আহমেদ। এ সময় তাঁকে ছুরিকাঘাত করেন সৈয়দুরের ছেলে সাইফুর রহমান আকাশ। এতে আফতাব আহমেদ গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, সৈয়দুর রহমানের একটি জায়গা বায়না করে তাতে ইমারত নির্মাণ করছিলেন আফতাব। আর এ নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ চলছিল। সৈয়দুরের ছেলের ধারণা, আফতাবের কারণে তাঁর বাবার মৃত্যু হয়েছে, আর এ কারণে তিনি আফতাবকে ছুরিকাঘাত করেন।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আসামিকে ধরতে অভিযান চলছে বলে জানান ওসি। ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Yusuf Un Nobi Babu liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
মানিক মিয়া liked this on Facebook.