ফেনীর দাগনভূঞা উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে জাকের হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে। জাকের উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের আবদুল হকের ছেলে।
পুলিশ জানায়, উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের কামু ভূঞার বাড়ির আবদুল হকের ছেলে জাকের হোসেন বুধবার নিজের ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে স্ট্যাটাস দেয়। বিষয়টি স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের নজরে এলে ওই দিন রাতে তাকে পিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেন তারা।
পরে মাতুভূঞা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নুর আলম সুমন জাকের হোসেনের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে একটি মামলা করেন। থানার ওসি (তদন্ত) আনওয়ারুল আজিম মামলার সত্যতা নিশ্চিত করেছেন। জাকেরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
Moin Ahmed liked this on Facebook.