বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর কখনও ১৫ আগস্ট জন্মদিনের কেক কাটবেন না-বলে আশা প্রকাশ করেছেন জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি বলেছেন,‘খালেদা জিয়াকে অনুরোধ করেছিলাম ১৫ আগস্ট যদি সত্যি তার জন্মদিন হয়, তবুও যেন তিনি ওইদিন কেক না কাটেন। তিনি (খালেদা জিয়া) আধা শুনেছেন ‘সাম ইমপ্রুভ’ (কিছু উন্নতি) হয়েছে, এবার সকালে (প্রথম প্রহর) না কেটে রাতে কেটেছেন। আগামীতে হয়ত আর কাটবেন না বলেই আশাকরি।’
বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা বলেন।
পেশাজীবী সমন্বয় পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভাপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাভাপতি এএফএম মেসবাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেকমন্ত্রী ডা.আ ফ ম রুহুল হক এমপি, আওয়ামী আাইনজীবী পরিষদের সভাপতি সাবেকমন্ত্রী সাহারা খাতুন এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড.আ.আ.ম.স আরেফিন সিদ্দিক, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ এবং সংগঠনের মহাসচিব অধ্যাপক ডা.কামরুল হাসান খান।
বঙ্গবন্ধুর সহচর হিসেবে ১৯৭০ সালের নির্বাচনের সময় দুটি ঘটনার স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তৃতায় সৈয়দ আশরাফুল ইসলাম অনুষ্ঠানে বলেন, বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নয়, তিনি জাতির পিতা। তাকে যদি কোন কোটরি (বন্ধনী) মধ্যে দিয়ে রাখি, তাহলে তিনি সার্বজনীন হবেন না। আমরা চাই বঙ্গবন্ধু হবেন সার্বজনীন। এবার বঙ্গবন্ধুকে আরও বেশি করে স্মরণ করার আহবান জানিয়েছিলাম। জনগণ ও গণমাধ্যম তাদের নিজস্ব উদ্যোগে এ বিষয়ে ব্যাপক সাড়া দিয়েছে। মানুষ বঙ্গবন্ধু সর্ম্পকে জানতে উদগ্রীব।
তিনি বলেন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরসহ বিভিন্ন অনুষ্ঠানে এবার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে যত মানুষের উপস্থিতি দেখেছি, গত ১০ বছরে সেটা হয়নি। আমরা সবার কাছেই কৃতজ্ঞ। আগামীতে আরও বেশি করে বঙ্গবন্ধুকে স্মরণ করা হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, খালেদা জিয়া তার কথিত জন্মদিনে কেক কেটে, আবারও প্রমাণ করেছেন তিনি চরমপন্থীদের নেতা। ১৯৮২ সাল থেকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯বার হত্যার চেষ্টা করা হয়েছে। বঙ্গবন্ধুর ঘাতক ও স্বাধীনতাবিরেধীদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে এই যড়যন্ত্র প্রতিহত করতে হবে।
জঙ্গি অর্থায়নের অভিযোগে সুপ্রিম কোর্টের তিন আইনজীবী গ্রেফতার হওয়াটা জাতির জন্য অশনী সংকেত উল্লেখ করে অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আজকে আমরা একটি ব্রেকিং নিউজ দেখেছি, সুপ্রিম কোর্টে তিন আইনজীবী ধরা পড়েছেন। এটা কী অশনি সংকেত নয়? আমরা আইনজীবীরা কখনোই টেরোরিস্ট পথে নেই। আজ যে তথ্য এসেছে এটি খুবই উদ্বেগের বিষয়।
Moin Ahmed liked this on Facebook.