পুলিশের সঙ্গে সংঘর্ষ ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি-জামায়াতের ৩৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুর সিনিয়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-দুই এ জামিন আবেদন করেন তারা। এসময় আদালতের বিচারক শায়লা শারমিন জামিন নামঞ্জুর করে ৩৪ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদের মধ্যে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শরীফ মো. ইউনুছ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, জামায়াত নেতা আবদুল মান্নান ও ইউনুছ রয়েছেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম জানান, চলতি বছরের ৫ জানুয়ারি ফরিদগঞ্জ উপজেলা সদরে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতের সংঘর্ষ হয়। এ ঘটনায় ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন বাদী হয়ে ৮১ জনের নামে মামলা করেন। এই ৩৪ জন ওই মামলার আসামি।