দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আলাউদ্দিন জুয়েল নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় সন্ত্রাসীরা তার বাসার মালামাল লুট করে নিয়ে যায়।
মঙ্গলবার রাতে জোহানেসবার্গ সিটিতে এ ঘটনা ঘটে। বুধবার বিকেলে জুয়েলদের বাড়িতে তার মৃত্যুর খবর পৌঁছায়। জুয়েল (৩০) নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের খাজা মাঈন উদ্দিনের ছেলে।
পরিবারে আর্থিক সচ্ছলতা আনতে ২০০৪ সালে দক্ষিণ আফ্রিকা যান জুয়েল এবং জোহানেসবার্গ সিটির সুপার মার্কেটে একটি ব্যবসাপ্রতিষ্ঠান চালু করেন।
মঙ্গলবার রাতে কয়েকজন স্থানীয় সন্ত্রাসী তার বাসায় এসে চাঁদা দাবি করলে তিনি তা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এ সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। সন্ত্রাসীরা তার বাসার মালামাল লুট করে নিয়ে যায়।
সন্ত্রাসীরা চলে গেলে বাংলাদেশিরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে বুধবার বিকেলে জুয়েলদের বাড়িতে এই খবর পৌঁছালে শোকে বিহ্বল হয়ে পড়ে পরিবারের সদস্যরা। ছেলের শোকে বারবার মূর্ছা যান জুয়েলের মা সাহেলা আক্তার স্বপ্না ও বাবা খাজা মাঈন উদ্দিন।
পরিবারের লোকজন জুয়েলের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।
Kamrul Huda Luis liked this on Facebook.
Arif Ahmed liked this on Facebook.
Md Abdullah All Fahad liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Md Zakir Hussain liked this on Facebook.
মানিক মিয়া liked this on Facebook.