শওকত মাহমুদ তিন দিনের রিমান্ড মঞ্জুর

গাড়িতে আগুন দিয়ে চালককে হত্যার অভিযোগে করা মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদকে তিনদিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি নিয়ে বুধবার ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
যানবাহনে ভাংচুর-অগ্নিসংযোগের মামলায় শওকত মাহমুদকে মঙ্গলবার সকালে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এরপর বুধবার সকালে তাকে আদালতে হাজির করে গত ৯ জানুয়ারি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধে রাজধানীর মগবাজার এলাকায় গাড়িতে আগুন দিয়ে চালককে হত্যার অভিযোগে করা পুলিশের একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশের উপ-পরিদর্শক শফিকুল ইসলাম।
অন্যদিকে আদালতে শওকত মাহমুদের জামিন চেয়ে তার আইনজীবী আবেদন করেন।
উভয় আবেদনের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

১০ thoughts on “শওকত মাহমুদ তিন দিনের রিমান্ড মঞ্জুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *