নিয়মিত পরিচর্যায় ত্বক আরো সুন্দর ও আকর্ষণীয় হয়ে ওঠে। তবে বাজারের কেমিকেলসমৃদ্ধ প্রসাধনীর থেকে প্রাকৃতিক পণ্য ত্বকের জন্য বেশ উপকারী। তাই ঘরোয়া উপায়েই ত্বকের যত্ন নিন। কারণ এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আপনি চাইলে বোল্ডস্কাই ওয়েবসাইটে দেওয়া ত্বকের যত্নের পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।
লেবু প্রাকৃতিক ব্লিচের কাজ করে
মুখের ত্বকে কেমিকেল ব্লিচ ব্যবহার না করাই ভালো। এক টুকরা লেবু পুরো মুখে মেখে আধা ঘণ্টা পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকে প্রাকৃতিক ব্লিচের কাজ করে।
টকদই ত্বক মসৃণ করে
নিয়মিত টকদই দিয়ে ম্যাসাজ করলে ত্বক আরো নরম ও মসৃণ হয়। এমনকি ত্বকের বিভিন্ন সমস্যা দূর হয়। টকদইয়ের ল্যাকটিক এসিড ত্বককে শীতল রাখে।
শসার রস ত্বক উজ্জ্বল করে
গোলাপজলের সঙ্গে লেবুর রস ও শসার রস মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এই প্যাক নিয়মিত ব্যবহার করলে ত্বক আরো উজ্জ্বল হবে।
হলুদ ত্বকের পোড়া দাগ দূর করে
বেসনের সঙ্গে সামান্য মধু ও আধা চা চামচ হলুদের গুঁড়া মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগান। ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বকের পোড়া দাগ দূর করে।
দুধ ত্বকের লাবণ্য ভাব ধরে রাখে
গোসলের আগে পুরো শরীরে দুধ মেখে কিছুক্ষণ পর গোসল করুন। দুধ ত্বকের লাবণ্য ভাব ধরে রাখে এবং ত্বককে নমনীয় করে।
আলুর রস ত্বক ফর্সা করে
নিয়মিত ত্বকে আলুর রস ব্যবহার করুন। এতে ত্বকের পোড়া দাগ দূর হবে এবং ত্বক আরো ফর্সা ও সুন্দর হবে।
মধু ত্বককে নরম করে
লেবুর রসের সঙ্গে কয়েক ফোঁটা মধু মিশিয়ে মুখে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে ত্বক আরো নরম ও উজ্জ্বল হবে।
টমেটো ত্বককে টান টান করে
নিয়মিত টমেটোর রস ব্যবহারে ত্বক টান টান ও ফর্সা হয়। প্রতিদিন বাসায় ফিরে ঠান্ডা এক টুকরা টমেটো মুখে ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
কলা তাৎক্ষণিক সুন্দর করে
কলা থেঁতলে নিয়ে সামান্য দুধের সঙ্গে মিলিয়ে মুখে লাগান। বাইরে যাওয়ার আগে এই প্যাকটি ব্যবহার করুন। কলার এই প্যাক সেই মুহূর্তেই আপনাকে অনেক সুন্দর এবং উজ্জ্বল করে তুলবে।
কাঠবাদাম ত্বককে নমনীয় করে
এক কাপ দুধের মধ্যে দুটি কাঠবাদাম আট ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর এই বাদাম পেস্ট করে মুখে লাগান। এতে ত্বক অনেক নরম এবং প্রাণবন্ত হবে।
Noman Hossain liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.