কুমিল্লার চান্দিনায় ‘জিনসিন প্লাস’ নামে যৌন উত্তেজক সিরাপ সেবন করে শাহআলম (৩৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১৯ আগস্ট) ভোরে উপজেলার বরকরই ইউনিয়নের আটচাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহআলম (৩৫) ওই গ্রামের মৃত মোবেন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সন্তানের জনক শাহআলম মঙ্গলবার রাত ৯টার দিকে স্থানীয় নবাবপুর বাজারের একটি দোকান থেকে যৌন উত্তেজক সিরাপ (জিনসিন প্লাস) সেবন করার কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়েন।
স্থানীয় লোকজন ওই বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসা দিয়ে কিছুটা সুস্থ করে তাকে বাড়িতে পাঠিয়ে দেন। পরে ভোর ৪টার দিকে কয়েকবার বমি করার পরই তার মৃত্যু হয়।
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) সাজেদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন আহমেদ মিয়া জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগ পেলে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মামলা দায়ের করা হবে।
কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মুজিব রাহমান বলেন, ‘যৌন উত্তেজক যে কোনো ওষুধ সেবন করার আগে অবশ্যই তার বয়স, ডায়বেটিস রোগ আছে কি-না বিবেচনা করতে হবে। কোনো যুবক যদি চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরণের যৌন উত্তেজক ওষুধ সেবন করে তাহলে তার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে।
শাহআলমের মৃত্যুর বিষয়ে সিভিল সার্জন আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিম্নমানের যৌন উত্তেজক সিরাপের পার্শ্বপ্রতিক্রিয়ায় অতিরিক্ত রক্তচাপ এবং মস্তিস্কে রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পরে আসল কারণ জানা যাবে।
Mizanur Rahaman liked this on Facebook.
Rabiul Awal Sarkar liked this on Facebook.
Parbes Chodhuwre Parbes liked this on Facebook.
Shoton Biswas liked this on Facebook.
Rubel Mahmud liked this on Facebook.
Ali Esa liked this on Facebook.
Monirul Islam liked this on Facebook.
Anamul Haque Feni liked this on Facebook.
Abdul Kuddus Mizi liked this on Facebook.
Sumon Bhuaiyan liked this on Facebook.