নলছিটি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কারাগারে

ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যানের সরকারি গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলালকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম সোলায়মান এ আদেশ দেন।

মামলার আসামি পক্ষের আইনজীবী হুমায়ুন কবির বাবুল  জানান, দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন- বিএনপি নেতা আনিসুর রহমান খান হেলাল। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চলতি বছরের ১০ ফেব্রুয়ারি রাতে নলছিটি উপজেলা পরিষদ গ্যারেজে রাখা সরকারি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে নলছিটি থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।

৮ thoughts on “নলছিটি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কারাগারে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *