গাসিক মেয়র মান্নান বরখাস্ত

ঢাকা: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) মেয়র অধ্যাপক এম এ মান্নানকে বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে সিটি করপোরেশনের বর্তমান ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কারাগারে থাকা গাজীপুর সিটির মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

প্রাথমিকভাবে তিনি জানান, এ বিষয়ে চিঠি ইস্যু হয়েছে। তা সিটি করপোরেশন কার্যালয়ে এসে পৌঁছে যাবে দুই-একদিনের মধ্যেই।

৪ thoughts on “গাসিক মেয়র মান্নান বরখাস্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *