মঙ্গলবার সকালে বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ।
0এসময় মন্ত্রী ছাত্রলীগের কঠোর সমালোচনা করে আরো বলেন, ‘আজকের ছাত্রলীগ-যুবলীগ লুটপাটের রাজনীতি করছে, নানা অপরাধমূলক কর্মকান্ড করছে। তারা ছাত্রলীগের মূল আদর্শ থেকে সরে এসেছে’ ।
জিয়াউর রহমান ও এরশাদের সাম্প্রদায়িক রাজনীতির প্রতি কটাক্ষ করে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে জš§গ্রহণ করেও বাংলাদেশি হতে পারি না। এ প্রবণতা পরিহার করতে হবে। বক্তৃতার এক পর্যায়ে হঠাৎ করে মাইক বন্ধ হয়ে গেলে মোবাইল ফোনের মাধ্যমে ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’ গানটি গেয়ে শোনান ।
সভায় প্রধান আলোচক আওয়ামী লীগ নেতা রাশেক রহমান বলেন, ‘এখন খালেদা জিয়াকে নিয়ে চিন্তা করার সময় নেই, খালেদা জিয়া আর ঘুরে দাঁড়াতে পারবে না। এখন সবাই মিলে জঙ্গিবাদকে মোকাবেলা করতে হবে’।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউর রহমান, কেন্দ্রিয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এআর
Moin Ahmed liked this on Facebook.
Homayun Dastagir liked this on Facebook.
Raju Libya liked this on Facebook.