বিএনপি নেতা এমকে আনোয়ার কারাগারে

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বাসে পেট্রোল বোমা হামলায় আটজন নিহত হওয়ার ঘটনার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে কুমিল্লার ৫ নম্বর আমলি আদালতের সিনিয়র জ‍ুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লা কায়সার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

কুমিল্লা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট নাজমুস সাদ‍াত বিষয়টি  নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ওই মামলায় তার শুনানির দিন ছিল। তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট খোরশেদ আলম ও সিএসআই অ্যাডভোকেট ইসমাইল।

আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট কাইমুল হক রিংকু ও নাজমুস সাদ‍াত।

মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকায় ভোর ৪টায় বাসে পেট্রোল বোমা হামলা করা হয়। এতে ঘটনাস্থলে সাতজন ও একজন ঢাকায় মারা যায়।

এমকে আনোয়ার ওই মামলায় হুকুমের আসামি ছিলেন।

One thought on “বিএনপি নেতা এমকে আনোয়ার কারাগারে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *