বান্ধবীকে ধর্ষণের ভয় দেখিয়ে ছিনতাই !

বান্ধবীকে নিয়ে টিএসসিতে গিয়েছিলেন লিমন। টিএসসি’র একটি আবৃত্তি সংগঠন ও নাট্যদলের সঙ্গে সম্পৃক্ত তিনি। কাজ শেষে সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার দিকে যাচ্ছিলেন তিনি। সঙ্গে ছিলেন তার এক বান্ধবী। চারুকলা ইনস্টিটিউটের উল্টো দিকের ছবির হাটের ভেতর দিয়ে সোজা রমনার দিকে বেরোচ্ছিলেন তারা। কিন্তু শিখা চিরন্তন পার হওয়ার পর একদল যুবক তাদের ঘিরে ধরে। দু’জনকে আলাদা করে ফেলে মুহূর্তেই। তারপর মারধর করে। স্বেচ্ছায় সব কিছু দিয়ে দিতে বলে। না দিলে বান্ধবীকে ধর্ষণের ভয় দেখায়। বাধ্য হয়ে লিমন হাতের মোবাইল, পকেটে থাকা টাকা বের করে দেন।

বান্ধবীর গলায় থাকা স্বর্ণের চেইন আর কানের দুলও খুলে নেয় তারা। দুর্বৃত্তরা শেষে লিমনের ডেবিট কার্ডও নিয়ে নেয়। জেনে নেয় পিন কোডও। তারপর দুর্বৃত্তদের একজন মোটরসাইকেল নিয়ে টিএসসি’র পাশের এটিএম বুথে যায়। সেখান থেকে কার্ড দিয়ে টাকা তোলার পর ছেড়ে দেয়া হয় তাকে। গতকাল চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সোহ্‌রাওয়ার্দী উদ্যানে। ঘটনার পর লিমন শাহবাগ থানায় সব খুলে বলে।

কিন্তু পুলিশ এ ঘটনায় মামলা নেয়ার পরিবর্তে একটি সাধারণ ডাইরি (জিডি নং ৮৯৭) নিয়েছে। পুলিশ বলেছে, যদি দুর্বৃত্তরা ধরা পড়ে তাহলেই কেবল মামলা নেয়া হবে। লিমন জানান, তার পুরো নাম আনছার আলী লিমন। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। পাশাপাশি নাট্যবেদ নামে একটি থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত। এছাড়া টিএসসির কথা আবৃত্তি সংসদেরও সদস্য সে। রোববার সন্ধ্যায় তিনি বান্ধবীকে নিয়ে টিএসসিতে যান। সেখানে সংগঠনের কিছু কাজকর্ম শেষ করে হাঁটতে হাঁটতে টিএসসি’র দিকে আসেন। সেগুনবাগিচার জাতীয় নাট্যশালায় যাওয়ার জন্য চারুকলার বিপরীত দিকের ছবির হাট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের রাস্তা ধরে হাঁটতে থাকেন। শিখা চিরন্তনী পার হয়ে সোজা রমনার দিকে বেরোচ্ছিলেন তারা। হঠাৎ পাঁচটি ছেলে তাদের ঘিরে ধরে। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে দু’জনকে টেনে-হিঁচড়ে আলাদা করে ফেলে। রাত তখন ৮টা সাড়ে ৮টা হবে।

কিছুক্ষণের মধ্যে ওই পাঁচ যুবকের সঙ্গে যোগ দেয় আরো কয়েকজন। তাদের কাছে ধারালো অস্ত্র ছিল। কয়েকজন যুবক তাকে বাঁশ দিয়ে মারধর করতে থাকে। এরপর হাতে থাকা মোবাইল নিয়ে নেয়। পকেটে থাকা নগদ টাকা নেয়। দুবৃত্তরা তার বান্ধবীর শ্লীলতাহানির চেষ্টাও করে। বান্ধবীর গলা থেকে স্বর্ণের চেইন, কানের দুল খুলে নেয়। একপর্যায়ে দুবৃত্তরা লিমনের পকেটে থাকা ডেবিট কার্ড নেয়। এ সময় লিমন কার্ড দিলেও পিন কোড দিতে রাজি হননি। পরে দুর্বৃত্তরা তার বান্ধীকে গণধর্ষণের ভয় দেখায়। পরে বাধ্য হয়ে তিনি পিন কোড দেন। দুর্বৃত্তরা তাদের আটকিয়ে রেখে একজনকে টিএসসি’র এটিএম বুথে পাঠায়। মোটরসাইকেলযোগে এক দুর্বৃত্ত বুথে গিয়ে ৫০ হাজার টাকা তুলে নেয়। পরে মোবাইলে এই খবর সহযোগীদের জানানোর পর দুর্বৃত্তরা তাদের ছেড়ে দেয়।

লিমন জানান, ঘটনার পরপরই তিনি শাহবাগ থানায় গিয়ে বিষয়টি জানান। কিন্তু থানা পুলিশ বিষয়টিতে গুরুত্ব দেননি। লিমন মামলা করতে চাইলেও পুলিশ মামলা না নিয়ে একটি সাধারণ ডায়েরি করতে বলে। সাধারণ ডায়েরিতে ‘মামলা করতে ইচ্ছুক নই’ এই বাক্যও লিখিয়ে নেয়। এটিএম বুথের সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্ত করা সম্ভব হলেও পুলিশ গা করছে না। লিমন জানান, গতকাল তিনি জিডি’র তদন্তকারী কর্মকর্তার সঙ্গে দেখা করেন। কিন্তু তদন্ত কর্মকর্তা তাকে নানারকম ঝামেলার কথা বলে সময় লাগবে বলে ফিরিয়ে দেন। জানতে চাইলে শাহবাগ থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, এ ঘটনায় জিডি হয়েছে।

আমরা ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। মামলা না নিয়ে জিডি নেয়া প্রসঙ্গে তিনি বলেন, জিডি হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে পারলে মামলা নেয়া হবে। স্থানীয় সূত্র জানায়, পুরো সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় প্রতিদিনই এ রকম ঘটনা ঘটে থাকে। বাইরে থেকে কেউ উদ্যানে গেলেই তাদের আটকিয়ে টাকা-পয়সা কেড়ে নেয় দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের এ রকম একাধিক চক্র সন্ধ্যা হলেই উদ্যানের ভেতরে ঘুরে বেড়ায়। রাত ১১টা পর্যন্ত এই কাজ করে তারা। এসব চক্রের সঙ্গে বিশ্বিবিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী জড়িত বলে জানা গেছে। এ কারণে পুলিশ বিষয়টি জানতে পেরেও কোনও গা করে না।

এআর

২ thoughts on “বান্ধবীকে ধর্ষণের ভয় দেখিয়ে ছিনতাই !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *