৫ কোটির পরিবার উইন্ডোজ ১০

ঢাকা: মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ সারা পৃথিবীতে ৫ কোটি মানুষ ডাউনলোড করেছে। মাইক্রোসফটের নিউজ ওয়েবসাইট উইনবেটা জানিয়েছে, ২৯ জুলাই উইন্ডোজ ১০ অবমুক্ত হওয়ার পর ৫ কোটিরও বেশি ব্যবহারকারীরা ডাউনলোড করে তাদের ডিভাইসে ব্যবহার করছে।

মাইক্রোসফট উইন্ডোজ ১০ অবমুক্ত করার পরপরই উইনবেটা ডাউনলোডের তথ্য সংস্করণ করতে শুরু করে। উইনবেটার তথ্য মতে গত সপ্তাহে আড়াই কোটি ডাউনলোড হয়েছে উইন্ডোজ ১০।

উইন্ডোজের অন্যান্য অপারেটিং সিস্টেমের সঙ্গে তুলনা করলে দেখা যায়, ১০ এর ডাউনলোডের হারই বেশি। ২০১২ সালে উইন্ডোজ ৮ বাজারে আসে। দুই বছরে মাত্র ২০ কোটি লাইসেন্স কপি বিক্রি হয়েছে। অন্যদিকে ২০০৯ সালে বাজারে আসে উইন্ডোজ ৭। যেটা এই কয় বছরে মাত্র ৬০ কোটি কপি বিক্রি হয়েছে। সে হিসেবে উইন্ডোজ ১০ প্রবৃদ্ধি অনেক বেশি।

মাইক্রোসফটের তথ্য মতে, তিন সপ্তাহেরও কম সময়ে উইন্ডোজ ১০ ৫ কোটি ডাউনলোড হওয়া চাট্টিখানি কথা নয়। তবে এটাও সত্যি যে, উইন্ডোজ ১০ প্রথম বছর ব্যবহারকারীদের ফ্রি ডাউনলোডের সুবিধা দেয়া হয়েছে। যারা ফলে সবাই এটি ব্যবহার করতে আগ্রহী। প্রকৃত জনপ্রিয়তা বুজতে হলে আরও এক বছর অপেক্ষা করতে হবে। আগামী বছর থেকে টাকা নিয়ে কিনতে হবে উইন্ডোজ ১০ এর জেনুইন কপি।

৩ thoughts on “৫ কোটির পরিবার উইন্ডোজ ১০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *