স্ত্রী হত্যার দায়ে শাহে আলম হাওলাদার (৩৭) নামে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
সোমবার দুপুর ১২টায় বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এই রায় ঘোষণা করেন।
দণ্ডিত শাহে আলম উপজেলার বিশারকান্দি গ্রামের আব্দুল মান্নান হাওলাদারের ছেলে। রায়ে ইউসুফ হাওলাদার ও সাহিদা বেগম নামে দুই আসামিকে খালাস দেয়া হয়।
মামলার বরাত দিয়ে সরকার পক্ষের আইনজীবী গিয়াস উদ্দিন কাবুল জানান, ২০০৯ সালের ১০ জানুয়ারি স্বামীর (শাহে আলম) পরকীয়ায় বাধা দিলে স্ত্রী লাইজু বেগমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বানরীপাড়া থানায় শাহে আলমসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরে সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ সময় আসামি শাহে আলম আদালতে উপস্থিত ছিলেন। রায়ে তাকে ৭ দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করার নির্দেশও দেয়া হ
Moin Ahmed liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Hassan Jabed liked this on Facebook.
Ariful Islam Jony liked this on Facebook.
মামা মামা liked this on Facebook.