বাংলাদেশ ও পাকিস্থানের ৪ ক্রিকেটারের সস্ত্রীক ওমরা পালন

খেলার পাশাপাশি ধর্মীয় রীতিনীতি পালন করা প্রত্যেক খেলোয়াড়ের জন্য আবশ্যক। আর খেলোয়াড়দের অবসর সময় তেমন একটা বেশী থাকে না। আর যেটা পাওয়া যায় তবে খুব লম্বা নয়। তবে এই সংক্ষিপ্ত অবসর সময়ে অনেক ধর্মপ্রাণ মুসলিম খেলোয়াড় সময়টা কাঁটাতে চায় ধর্মীয় পবিত্র স্থান পরিদর্শনের মাধ্যমে। আর তার মধ্যে ওমরাহ পালন করতে মক্কা যায় অনেকে। সাথে থাকে তার সহধর্মিণী। স্ত্রীদের নিয়ে ‘পবিত্র ওমরাহ’ পালন করেছেন এমন ৪ ক্রিকেটার নিয়ে আজ আমাদের বিশেষ আয়োজন।

তামিম ইকবাল ও স্ত্রী আয়েশা সিদ্দিকা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা চলতি বছরের এপ্রিল মাসে পবিত্র ওমরাহ হজ্জ পালন করেছেন। পবিত্র ‘কাবা’ শরীফের সামনে দাঁড়িয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে তোলা একটি ছবি তামিম পোস্ট করেছেন তার ফেসকুক পেইজে। সেখানে তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ। পরিবারকে সাথে নিয়ে পবিত্র ওমরাহ পালন করলাম। এখানে আসতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।

শোয়েব আখতার ও রুবাব মুসতাক

ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির বোলার শোয়েব আখতার। ২০১৪ সালে তিনি তার স্ত্রী রুবাব মুসতাককে নিয়ে পবিত্র ওমরাহ পালন করেছেন। যখন তিনি খেলার মাঠে পারফর্ম করতেন তখন তিনি ধর্মীয় কার্যক্রম দেখাতেন। তাছাড়া তাবলিক জামায়াতের সাথে তার ভালো সম্পর্ক রয়েছে।

উমর আকমল ও নুর আমনা

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়। উমর আকমল ২০১৪ সালের ২৫ এপ্রিল উমর আকমল তার সহ ধর্মিণীকে নিয়ে পবিত্র ওমরাহ পালন করেছিলেন। বিয়ের পর হানিমুনে যাওয়ার ধারণাকে বাদ দিয়ে তার স্ত্রী নুর আমনা এবং পরিবার নিয়ে উমরাহ হজ্বে যেতে চেয়ে ছিলেন। পরে হানিমুনে যাওয়ার ধারণাকে বাদ দিয়ে তারা সপরিবারে পবিত্র ওমরাহ পালন করেছেন।

ইমরান খান ও রিহাম খান

পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবং তেহেরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান এবং তার সদ্য বিবাহিত স্ত্রী বিবিসির সাবেক আবহাওয়া সংবাদ উপস্থাপিকা রিহাম খান চলতি বছরে ওমরা পালনের পালন করেছেন। আর ইমরান ও রিহাম তাদের এ নতুন অধ্যায়ের শুরুতে ওমরাহ পালনের মাধ্যমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন।

এআর

৯ thoughts on “বাংলাদেশ ও পাকিস্থানের ৪ ক্রিকেটারের সস্ত্রীক ওমরা পালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *