পাকিস্তানে বিমান হামলায় ৪০ জঙ্গি নিহত

ঢাকা: পাকিস্তানের আফগান সীমান্তের কাছে রোববার একটি বিমান হামলায় সন্দেহভাজন ৪০ জঙ্গি নিহত হয়েছে। সামরিক সদস্যরা জানিয়েছেন, ওই হামলাটি ছিল তালেবান এবং অন্যান্য বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানের একটি অংশ।

স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, উত্তর ওয়াজিরিস্তানের আদিবাসী এলাকার শাওয়াল এলাকায় ওই হামলার ঘটনাটি ঘটেছে। সেনাবাহিনী গত বছরের জুন মাস থেকে ওই এলাকায় জঙ্গিদের গোপন আস্তানায় আক্রমণাত্মক হামলা চালিয়ে আসছে।

ওই হামলা সম্পর্কে সামরিক বাহিনী তাদের এক বিবৃতিতে জানিয়েছে, ‘রোববার সন্ধ্যায় শাওয়ালে একটি সুনির্দিষ্ট হামলায় ৪০ জঙ্গি নিহত হয়েছে।’ আরো কিছু জঙ্গি সদস্য আহত হয়েছে বলেও ওই বিবৃতিতে জানানো হয়েছে। তবে ওই হামলা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

সাম্প্রতিক হামলাগুলোতে এ পর্যন্ত ২ হাজার ৮শর বেশি জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক সদস্যরা।

৬ thoughts on “পাকিস্তানে বিমান হামলায় ৪০ জঙ্গি নিহত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *