এই বদি লইয়া আমরা কি করিব?

বিতর্কিত সাংসদ আবদুর রহমান বদি এবার পেটালেন কক্সবাজারের উখিয়া উপজেলার স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলীকে। এ রকম ঘটনা তাঁর জীবনে এটাই প্রথম নয়। এ নিয়ে নিজের সংসদীয় এলাকার মোট ১৯ বিশিষ্ট ব্যক্তি ও সরকারি কর্মকর্তাকে মারধর করলেন বদি। অতএব তিনি আমাদের বীর, আমাদের জাতীয় গর্ব। এমন বীর আর মহানায়ক এমন অবহেলায় পড়ে থাকবেন, তা মেনে নেওয়া যায় না। মহাবীর বদিকে নিয়ে রাষ্ট্রীয়ভাবে কিছু করা এখন সময়ের দাবি। কিন্তু কী করব আমরা এই বদি নিয়ে? রস+আলোর গবেষণা—

রেসলিংয়ে পাঠানো
সবাই জানে, ডব্লিউডব্লিউই-তে বিশ্বের সেরা পালোয়ানেরা লড়াই করেন। আন্ডারটেকার, বিগ শো, কেন, রিকিশি, স্টিভ অস্টিন, রক, এমনকি হালের জন সিনা—এঁদের কে না চেনেন? এঁদের সবারই মূল অস্ত্র সাহস আর শক্তি। আমাদের বদি বীরেরও সাহস আর শক্তির খামতি নেই। রকের যদি প্রতিপক্ষকে ধরে আছড়ানোর ক্ষমতা থাকে, তো সাংসদ বদিরও রয়েছে থাপড়িয়ে গাল ফুলিয়ে দেওয়ার শক্তি। বদিকে বাংলাদেশ থেকে সরাসরি রেসলিং রিঙে পাঠানো হোক। বিশ্ব জানবে বাংলাদেশেরও আছে চড়-পালোয়ান বদি।

জ্যাকি চ্যানের বদলি
বয়স হয়ে গেছে জ্যাকি চ্যানের, কমিয়ে ফেলেছেন সিনেমা। কিন্তু তাতে কী? রয়েছেন সাংসদ বদি। ঘুষিশিরোমণি বদিকে হলিউডে পাঠিয়ে দেওয়া হোক। তিনি সেখানে জ্যাকি চ্যানের বদলি হিসেবে লড়াই করবেন বাঘা বাঘা সব ভিলেনের সঙ্গে। জ্যাকি চ্যান শূন্যে উঠে পাঁচটা ডিগবাজি খেতে পারলেও বদির মতো জনসমক্ষে চড় মেরে আরামে ঘুরে বেড়াতে পারেননি কখনো। পৃথিবীর সিনেমা-পাগল দর্শকেরা দেখুক, চড়মাস্টার বদি ‘ড্রাঙ্ক মাস্টার’ জ্যাকি চ্যানের বাপ!

সার্কাসে পাঠানো
দেশ থেকে সার্কাস প্রায় উঠেই গেছে। সাহসী ও বীর, থাপড় পারদর্শী বদিই পারেন সেই সার্কাসের কাল আবার ফিরিয়ে আনতে। তিনি কোনো একটা সার্কাসে যোগ দিতে পারেন অথবা নিজেই একটা সার্কাস দল খুলে বসতে পারেন। সেই সার্কাস গ্রুপের নাম হবে ‘দ্য নিউ বদি সার্কাস’! সেখানে তিনি বাঘ-ভালুক-বানরকে থাপড় মারার সঙ্গে সঙ্গে আমলা-মন্ত্রী-ব্যবসায়ী-আমজনতা সবাইকে চড়-থাপড় কিল-ঘুষি মেরে মেরে দেখাতে পারেন। এসব দেখে জনগণ যেমন খুশি হবে, তেমনি অনেক টাকার ব্যবসা-বাণিজ্যও হবে। আশা করা যায়, বিদেশি দর্শকেরও কমতি হবে না। ফলে এই সার্কাস থেকে প্রচুর বিদেশি মুদ্রাও আয় হবে।

অলিম্পিকে পাঠানো
অলিম্পিকে এত খেলার প্রতিযোগিতা, কিন্তু চড়-থাপড়ের কোনো প্রতিযোগিতা নেই! অচিরেই আন্দোলন গড়ে তুলতে হবে যেন অলিম্পিকে বদি এবং কেবল বদির জন্য
চড়–থাপড়ের প্রতিযোগিতা শুরু হয়। বদি অলিম্পিকে যাবেন, ঠাশ ঠাশ করে চড়-থাপড় মেরে প্রতিপক্ষকে বিপর্যস্ত করবেন, তারপর স্বর্ণজয় করে ফিরবেন। বদি হবেন আমাদের স্বর্ণবিজয়ী সোনার ছেলে। দেশবাসী তাঁর নামে স্লোগান তুলবে, ‘আমরা সবাই বদি হব…এত থাপড় কোথায় পাব…!’
সুত্র- প্রথম আলো

৫ thoughts on “এই বদি লইয়া আমরা কি করিব?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *