আপসোনিন ফার্মা ও অপসো স্যালাইন কোম্পানির তিন প্রকার ওষুধ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে ওষুধ প্রশাসন। একইসঙ্গে যে ওষুধগুলো বাজারে রয়েছে তাও দ্রুত সময়ের মধ্যে তুলে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
ওষুধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বৃহস্পতিবার এ আদেশ জারি করা হয়েছে।
ওই চিঠিতে বলা হয়, ক্ষতিকর প্রভাব বিস্তার করার কারণে দেশের বেশকিছু কোম্পানির ওষুধ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়।এগুলোর মধ্যে বরিশালের অপসোনিন ফার্মা লিমিটেডের দুটি ও অপসো স্যালাইনের একটি ওষুধ রয়েছে। অপসোনিন ফার্মার ওষুধ দুটি হলো-রেনেটাইড ট্যাবলেট (বাণিজ্যিক নাম) যার জেনিরিক নাম প্যারাসিটামল ৫০০ মি. গ্রাম (ডিআর নং ০২৫-৮৩৬-০০৬), অপরটি হচ্ছে- পাইলো-৩০ (বাণিজ্যিক নাম) যার জেনিরিক নাম পায়োগিটাজন ৩০ মি. গ্রাম (ডিআর নং ০২৫-৩৫২-০১৫)।
অন্যদিকে, অপসো স্যালাইনের যে ওষুধটি বিক্রিতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তা হলো- জিসেট ট্যাবলেট (বাণিজ্যিক নাম) যার জেনিরিক নাম প্যারাসিটামল ৫০০ মি. গ্রাম (ডিআর নং ২৫৯-১০০-০০৬)।
এ ওষুধগুলো বাজারজাতকরণ ও নতুন করে উৎপাদনে নিষেধাজ্ঞার সঙ্গে সঙ্গে যেসব ওষুধের দোকানে বিক্রি হচ্ছে সেখানে বিক্রিতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
এ ব্যাপারে মেডিসিন বিশেষজ্ঞ ও বরিশাল সদর হাসপাতালের আবাসিক সার্জন ডা. দেলোওয়ার হোসেন জানান, প্যারাসিটামল জাতের ওষুধগুলো সরাসরি সেবনে লিভারের প্রচন্ড ক্ষতি হয়। সম্ভবত এ কারণে এগুলো বিক্রিতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
বরিশালের সিভিল সার্জন ডা. এটিএম মিজানুর রহমান জানান, ওষুধ প্রশাসন এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে। বিষয়টি অপসোনিন কোম্পানিকে রোববার লিখিতভাবে অবহিত করা হবে।
Showkat Hossain liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.