ঢাকা: ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী বাংলাদেশের মেয়ে শুভ্রা মুখোপাধ্যায় গুরুতর অসুস্থ। তিনি বর্তমানে দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন। তাই তার আরোগ্য কামনা করে ফোন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি আবদুল হামিদ।
তার শারীরিক অবস্থার খোঁজ নিতেই ঢাকা থেকে ফোন গিয়েছিল রাইসিনা হিলসে। রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রেস সচিব মহম্মদ জয়নাল আবেদিন এ প্রসঙ্গে বলেন, ‘ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি। শুভ্রাদেবীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।’
এদিকে শুভ্রা মুখোপাধ্যায়ের অসুস্থতার খবর পাওয়ার পর শনিবার সন্ধ্যায় প্রণব মুখোপাধ্যায়কে ফোন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ২০ মিনিট ফোনে কথা হয় তাদের। শুভ্রার শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজ-খবর নেন শেখ হাসিনা।
উল্লেখ্য, শুভ্রা মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটা বাংলাদেশের নড়াইলে। বেশ কয়েকদিন ধরে শ্বাসজনিত সমস্যায় ভুগছেন তিনি। গত ৭ অগাস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
Noman Hossain liked this on Facebook.
ফেনী থানা ছাত্র দল liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Yusuf Un Nobi Babu liked this on Facebook.
Zahid Chowdhury liked this on Facebook.