গতকাল প্রকাশ হলো সৃজিত মুখার্জি পরিচালিত ও বাংলাদেশের জয়া আহসান অভিনীত ‘রাজকাহিনী’ ছবির ট্রেলার। জয়াকে এই ট্রেলারের মাঝামাঝি সময়ে দেখা যায় এক প্রতিবাদী নারী হিসেবে। খুব শান্তভাবে দৃঢ়তার সঙ্গে জয়াকে বলতে দেখা যায়, ‘এই লড়াইয়ের শেষ না দেখে আমি নড়ব না’।
১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপট নিয়ে সৃজিত মুখার্জি নির্মাণ করেছেন রাজকাহিনী। ট্রেলারে দেখানো হয়, পতিতাদের সর্দার বেগম জানের বাড়ি। সেই বাড়িতে একজন বৃদ্ধা, ১০ জন নারী ও শিশুকে দেখানো হয়। এ ছাড়া পুরো ট্রেলারে দেখানো হয়েছে নারীদের ক্ষোভ, ঘরছাড়া মানুষের আর্তচিৎকার, দাঙ্গা ও খুনের চিত্র। তবে পুরো ট্রেলারে ফুটে উঠেছে নারীদের বিদ্রোহ। নারী চরিত্রের সংখ্যাও তাই অনেক বেশি। সব মিলিয়ে বড় আয়োজনের ছবি ‘রাজকাহিনী’।
আসছে পূজায় ‘রাজকাহিনী’ ছবিটি মুক্তি পাবে। জয়া ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন ঋতুপর্ণ ঘোষ, শাশ্বত চট্টোপাধ্যয়, প্রিয়াংকা সরকার, কৌশিক সেন, আবির চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, এনা সাহা, ব্রাত্য বসু, কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষ প্রমুখ।
কাহিনীনির্ভর এই ছবিতে থাকছে কয়েকটি গান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন লোপামুদ্রা মিত্র, অরিজিৎ সিং, রুপম ইসলাম, কবির সুমন, রেখা ভরদ্বাজ, ওস্তাদ রশীদ খান, শ্রীকান্ত আচার্য প্রমুখ।