খালেদা জিয়ার পৈত্রিক বাড়িতে আওয়ামী লীগের কাঙ্গালি ভোজ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করায় ফেনীতে বেগম জিয়ার পৈত্রিক বাড়িতে কাঙালি ভোজ ও দোয়া মাহফিল করছেন আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী শুক্রবার (১৪ আগস্ট) রাতে ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুরে বেগম জিয়ার পৈত্রিক বাড়ি মজুমদার বাড়ির দরজায় উপস্থিত থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সেখানে কাঙালি ভোজ করার নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী রাতেই সেখানে ৭টি গরু জবেহ করে কাঙালি ভোজের আয়োজন করা হয়। শুক্রবার রাত ও শনিবার সেখানে মাইকে বাজানো হয় বঙ্গবন্ধুর ভাষণসহ দেশাত্মবোধক ও আওয়ামী লীগের দলীয় সংগীত।

৫ thoughts on “খালেদা জিয়ার পৈত্রিক বাড়িতে আওয়ামী লীগের কাঙ্গালি ভোজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *