বাঘাইছড়ির রূপকারী ইউনিয়নের কেংড়াছড়ির বড়আদম এলাকায় সেনা সদস্যদের সঙ্গে পাহাড়ি স্বশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলিতে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।
শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোর সাড়ে চারটার দিকে এ গোলাগুলির ঘটনায় সেনাবাহিনীর কর্পোরেল লেয়াকত নামে একজন মাথায় আঘাত পেয়ে আহত হন। এছাড়া নিহত তিন জনের লাশ উদ্ধার করা হলেও রূপম চাকমা (৩০) নামে একজনের পরিচয় পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সেনাবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, শুক্রবার রাত থেকে রূপকারী ইউনিয়নের বড় আদম এলাকায় ২০/২৫ জনের স্বশস্ত্র উপজাতিয় সন্ত্রাসীরা একটি বাড়িতে অবস্থান করছে। এ সংবাদ পেয়ে সেনাবাহিনী ভোরের দিকে ওই বাড়ি চারদিক দিকে ঘিরে ফেললে উপজাতীয় সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
বাঘাইহাট সেনা জোনের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গভীর রাত থেকে সেনাবাহিনী দোখাইয়া এলাকায় অভিযান শুরু করে। ওই এলাকায় ২০ থেকে ২৫ জনের একটি সন্ত্রাসী গ্রুপের উপস্থিতি টের পেয়ে সেনাবাহিনী তাদের ঘিরে ফেলে। পরে সন্ত্রাসীদের সঙ্গে পৌনে এক ঘণ্টা গুলিবিনিময় হয়। এতে ঘটনাস্থলে ৫ সন্ত্রাসী নিহত হন। বাকি সন্ত্রাসীরা গভীর জঙ্গলে পালিয়ে যান।
ঘটনাস্থল থেকে সেনাবাহিনী ৩টি এসেলার ১টি এসএমজি, ২টি টুটু বোরের পিস্তল, ২টি চাইনজ রাইফেল, ২টি চাইনিজ এসএমজি, ৩টি এসএলআর, ১৫টি ম্যাগজিনসহ প্রায় ৫০০ রাইন্ড তাজা গুলি ও ১০ সেট সেনাবাহিনীর পোশাক ও ৭টি মোবাইল উদ্ধার করে।
এলাকায় সেনা সদস্যরা এখনো টহল দিচ্ছেন। বর্তমানে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থল অবস্থান করছে এবং হতাহতদের উদ্ধারসহ এলাকা পরিদর্শন করছেন।
Md Azizul liked this on Facebook.
Jahangir Alom liked this on Facebook.
Faruk Najmon liked this on Facebook.
Md Mashud liked this on Facebook.
Al Mamun Easin liked this on Facebook.
Ariful Islam Jony liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Forkan Ali liked this on Facebook.
Md Tuhin Mia liked this on Facebook.
Showkat Hossain liked this on Facebook.
Nasir Mendi liked this on Facebook.