লন্ডন, ১৩ আগষ্টঃ যুক্তরাজ্য বিএনপি কার্যালয় থেকে ল্যাপটপসহ প্রয়োজনীয় কাগজপত্র চুরি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য বিএনপি। বুধবার রাতে হোয়াইটচ্যাপেলের দলীয় কার্যালয়ে চুরির ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৩ আগষ্ট) বিকেলে পূর্ব লন্ডনের সোনারগাঁও রেষ্টুরেন্টে আয়োজিত তাৎক্ষনিক এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এসব কথা জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ ও প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুছ।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ বলেন, বুধবার সন্ধ্যা ৭ টায় ব্র্রিকলেন মসজিদে মরহুম আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল শেষে আমরা সোনারগাঁও রেষ্টুরেন্টে খালেদা জিয়ার লন্ডন সফর উপলক্ষে একটানা রাত ১২ টা পর্যন্ত প্রস্তুতি সভা করি। পরে বিভিন্ন আওয়ামী সংবাদ মাধ্যমে জানতে পারি দলীয় কার্যালয়ে নাকি ভাঙচুর করা হয়েছে। আসলে কার্যালয়ে কোন ভাঙচুরের ঘটনা ঘটেনি। ঘটেছে চুরির ঘটনা। কার্যালয় থেকে একটি ল্যাপটপসহ প্রয়োজনীয় অনেক কাগজ চুরি হয়েছে। চুরির বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করতে ও খালেদা জিয়ার লন্ডন সফরের পুর্বে দলীয় কোন্দল সৃষ্টি করতে কিছু কিছু আওয়ামী সংবাদ মাধ্যম চুরির ঘটনাকে ভাঙচুর হিসেবে উল্লেখ করে সংবাদ প্রচার করে। যা সাংবাদিকতা নীতিমালার পরিপন্থী। নেতৃবৃন্দ বলেন, যুক্তরাজ্য বিএনপিতে কোন দলীয় কোন্দল নেই। যুক্তরাজ্য বিএনপি অতীতের চেয়ে অনেক বেশী সুসংগঠিত তাই বিএনপির কেউ এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে না। যদি এতে বিএনপির কেউ কোনভাবে জড়িত থাকে তাহলে বুঝে নিতে হবে তারা কখনোই বিএনপির সাথে ছিলো না, এরা আওয়ামী এজেন্ট। সস্প্রতি শেখ হাসিনার লন্ডন সফরের প্রতিবাদে সাতদিন ব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের কথা উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, এবার যুক্তরাজ্য বিএনপির নেতৃত্বে শেখ হাসিনাকে যেভাবে প্রতিবাদ জানানো হয়েছে তা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। এ থেকেই প্রমাণিত হয় যুক্তরাজ্য বিএনপি কতোটা সুসংগঠিত। নেতৃবৃন্দ বিভিন্ন আওয়ামী সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ, আক্তার হোসাইন, মঞ্জুরুস সামাদ চৌধুরী মামুন, গোলাম রাব্বানী, যুক্তরাজ্য বিএনপির সদস্য নাসিম আহমেদ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ, তাজ উদ্দিন, কামাল উদ্দিন, সহ-যুগ্ম সম্পাদক আজমল হোসাইন চৌধুরী জাবেদ, দফতর সম্পাদক নাজমুল ইসলাম জাহিদ, সহ আইন বিষয়ক সম্পাদক এ্যাড. লিয়াকত, যুব বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ খান হ্যাভেন, সহ ক্রীড়া সম্পাদক সরফরাজ সারফু, সদস্য সেইখ এম ডি লিটন, ব্যারিস্টার বেলায়েত হোসেন, হাবিবুর রহমান ময়না, মুজাহিদুল ইসলাম রুমান, দেওয়ান আব্দুল বাসিত
বাবর চৌধুরী, আতাউর রহমান, মুহাম্মেদ হেলাল, মৌলানা শামিম, হামিদুল হক আফিন্দী লিটন, শফিউল আলম মুরাদ, হাবিবুর রহমান প্রমুখ ।
সাদা মনের মানুষ liked this on Facebook.
Alhaj Nahin Momtazi liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Salahudeen Kurshidali liked this on Facebook.
Md Jahurul Islam liked this on Facebook.
Shajahan Mohammed liked this on Facebook.
Md Ripon liked this on Facebook.
Shahriar Nafees liked this on Facebook.
Jafar Abu liked this on Facebook.