রাজধানীর মোহাম্মদপুর কাঁটাসুর এলাকায় আরিফা জামান (২০) নামের এক শিক্ষার্থী পরীক্ষা খারাপ হওয়ায় আত্মহত্যা করেছে! তার বাবার নাম শেখ ফখরুজ্জামান। পরিবারের সঙ্গে ১/১৭ মোহাম্মদপুর কাঁটাসুর এলাকার একটি ভবনের ৭ তলায় থাকত আরিফা।
শুক্রবার সকালে অচেতন অবস্থায় আরিফাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই শেখ আরিফ ফয়সাল জানান, আরিফা এবার ব্রিটিশ কাউন্সিল থেকে এ লেভেলে পরীক্ষা দেয়। পরীক্ষা খারাপ হওয়ায় সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে। রাতে যথারীতি সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালে আরিফাকে ডাকাডাকি করার পরও দরজা না খোলায় সন্দেহ হলে দরজা ভেঙ্গে ফেলা হয়। এসময় আরিফাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এবং তার পাশে ঘুমের ওষুধ পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে সকাল সাড়ে নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরীক্ষা খারাপ হওয়ায় তার বোন আত্মহত্যা করেছে বলে ধারণা করেন আরিফ ফয়সাল।
Md Masud Alam liked this on Facebook.
Mahmudur Rahman liked this on Facebook.
Raihan Hossain liked this on Facebook.
Imam Uddin liked this on Facebook.