বলিউড অভিনেত্রী সানি লিওনের ঢাকা সফর নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান হচ্ছে। আগামী মাসেই এই তারকা ঢাকা আসছেন বলে একটি আয়োজক সূত্র নিশ্চিত করেছে।সানি লিওনের এজেন্ট প্রতিষ্ঠান বাংলাদেশি একটি প্রতিষ্ঠানকে অফিসিয়ালি অনুমোদনও দিয়ে দিয়েছে।
আয়োজক সূত্র জানায়, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ঢাকায় সানি লিওনকে নিয়ে একটি কনসার্টটি অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে ৪ ক্যাটাগরির আসন বিন্যাসের মাধ্যমে এই টিকেট শোটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
আয়োজক সূত্রে জানা যায়, সানি লিওনের পারফর্মেন্সের আগে গান গাইবেন জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। মোট ৪০০০ টিকেটের এই শোটির সর্বনিম্ন টিকেট মূল্য রাখা হয়েছে ১৫ হাজার টাকা। সানি লিওনের নাচের পারফর্মেন্সের জন্য তার পুরো দলও ঢাকায় আসবে।
Raihan Hossain liked this on Facebook.
Mahbub Patwary liked this on Facebook.