চীনে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪৪

চীনের উত্তরাঞ্চলের শহর তিয়ানজিনে শক্তিশালী বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনে পৌঁছেছে। একই ঘটনায় কয়েকশ মানুষ আহত হয়েছেন। দেশটির সরকারি গণমাধ্যমগুলো জানিয়েছে, বন্দরনগরীর একটি রাসায়নিক গুদামঘরে এ বিস্ফোরণ হয়। এখানে বিপজ্জনক রাসায়নিক দ্রব্যাদি রাখা ছিল।

এ ঘটনার পর আজ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, আগুনের শিখা আকাশের দিকে যাচ্ছে এবং কতকগুলো ভবন ধসে পড়েছে।

হাসপাতালগুলোতে হতাহত মানুষে ভরে গেছে। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং সর্বশক্তি দিয়ে আহতদের উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন।

সরকারি সংবাদমাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) জানিয়েছে, বিস্ফোরকভর্তি একটি জাহাজ বিস্ফোরিত হয়েছে। তবে তা নিশ্চিত করতে পারেনি তারা।

স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় প্রথম বিস্ফোরণ হয়, কয়েক সেকেন্ড পর আরো শক্তিশালী আরেকটি বিস্ফোরণ হয়। কয়েক কিলোমিটারজুড়ে বিস্ফোরণের কম্পন অনুভূত হয়।

চীন ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র জানিয়েছে, প্রথম বিস্ফোরণের তীব্রতা ছিল তিন টন টিএনটি (শক্তিশালী বিস্ফোরক) বিস্ফোরণের সমান, দ্বিতীয়টি ২১ টনের সমান।

সিসিটিভি জানিয়েছে, নিহত ব্যক্তিদের ১২ জনের মতো অগ্নিনির্বাপণ দলের সদস্য রয়েছেন। আহত ৪০০ জনের মধ্যে ৩২ জনের অবস্থা আশঙ্কাজনক।

One thought on “চীনে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *