ঢাকা: সমাজের ক্ষতি করে এমন তথ্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ক্ষতিকর তথ্য প্রবাহ বন্ধ করতে তথ্য মন্ত্রণালয় সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘তথ্য যেমন মানুষের জন্য সুযোগ সৃষ্টি করে দেয়। আবার বিকৃত তথ্য তেমনি মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে, মানুষের ক্ষতি সাধন করে।’
বুধবার (১২ আগস্ট) সকালে রাজধানীর রমনায় তথ্য ভবন নির্মাণে কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘একটা তথ্য কিভাবে উপস্থাপন হচ্ছে, জনগণ কিভাবে নিচ্ছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে তথ্যগুলো মানুষের উপকারে আসে সেগুলো যেন মানুষের কাছে পৌঁছায়। যে তথ্যগুলো মানুষের ক্ষতি করে বিশেষ করে আমাদের শিশু, তরুণ তাদের বিকৃত রুচি কিংবা চারিত্রিক বিকৃতি না ঘটাতে পারে। সে বিষয়ে বিশেষ খেয়াল রাখা।’
ক্ষতিকর তথ্য প্রবাহ বন্ধে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বের কথা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তথ্য মন্ত্রণালয় ক্ষতিকর তথ্য প্রবাহ বন্ধে বিশেষ ভাবে খেয়াল রাখবে।’