নিষ্ঠুর নির্যাতনে নিহত শিশু শ্রমিক মো. রাকিব হাওলাদার হত্যা মামলার আসামী মিন্টুও হত্যার দায় স্বীকার করেছে। আজ বুধবার খুলনা মহানগর হাকিম ফারুক ইকবালের আদালতে ১৬৪ ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই দায় স্বীকার করে সে।। এর আগে গত শুক্র ও মঙ্গলবার অপর দুই আসামী ওমর শরীফ ও তার মা বিউটি বেগমও পৃথকভাবে রাকিব হত্যায় নিজেদের সম্পৃক্ত করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে। এ নিয়ে রাকিব হত্যা মামলার তিন আসামীই হত্যার দায় স্বীকার করলো। জবানবন্দি প্রদান শেষে আজ বিকালে মিন্টুকে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, গত সোমবার খুলনা মহানগর হাকিম মো. ফারম্নক ইকবালের আদালত রাকিব হত্যা মামলার প্রধান আসামী গ্যারেজ মালিক ওমর শরীফ ও মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই দিনই দুই আসামীকে পুলিশ নিজেদের জিম্মায় নিয়ে খুলনা সদর থানায় রেখে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। মামলার তদন্ত কর্মকর্তাসহ মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শরীফ ও মিন্টুকে জিজ্ঞাসাবাদ করেন। আজ মিন্টু আদালতে রাকিব হত্যাকান্ডের দায় স্বীকার ও হত্যাকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক কাজী মোস্তাাক আহম্মেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আসামী মিন্টু আদালতের কাছে রাকিব হত্যার দায় স্বীকারসহ ওই হত্যাকাণ্ডে নিজেকে জড়িত করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আদালতের নির্দেশে মিন্টুকে কারাগারে পাঠানো হয়েছে। মিন্টুর স্বীকারোক্তির মাধ্যমে রাকিব হত্যা মামলার তিন আসামীই হত্যার দায় স্বীকার করেছে। এর ফলে দ্র’তই এই মামলার অভিযোগপত্র (চার্জশীট) প্রদান সম্ভব হবে।’
উল্লেখ্য, গত ৩ আগস্ট খুলনা নগরীর টুটপাড়া কবরখানা সংলগ্ন শরীফ মটরস নামক একটি মোটর সাইকেল গ্যারেজের মধ্যে নিয়ে শিশু রাকিবের পায়ুপথে কম্প্রেশার মেশিন দিয়ে পেটে হাওয়া দিয়ে তাকে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহত রাকিবের বাবা নূরুল আলম হাওলাদার বাদি হয়ে গ্যারেজ মালিক ওমর শরীফ, তার মা বিউটি বেগম ও সহযোগি মিন্টু খাঁনকে আসামি করে খুলনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
সাদা মনের মানুষ liked this on Facebook.
Md Fuad Khan liked this on Facebook.
Nasir Mendi liked this on Facebook.