ভারতে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রায় ৪১টি বাঘের মৃত্যু হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের নানা উদ্যোগের পরও বাঘের মৃত্যু ঠেকানো যাচ্ছে না বলে বুধবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
দেশটির ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি ও ট্রাফিক-ইন্ডিয়া’র যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ৯ আগস্ট পর্যন্ত বাঘের সংখ্যা ৪১টি বাঘের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শুধু প্রাকৃতিক কারণেই নয়, মানুষের হাতেও বাঘের মৃত্যু ঘটছে। গুলি করা ছাড়াও মানুষের নির্মিত ফাঁদ, এমনকি বিষক্রিয়াও বাঘ মারা পড়ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছর ভারতের মহারাষ্ট্রেই ৩টি বাঘা মারা গেছে। এর মধ্যে একটি বাঘা পুলিশের গুলিতে নিহত হয়েছে।
এদিকে, বাঘের সংখ্যা কমার হার ঠেকাতে নতুন পরিকল্পনা হাত নিয়েছে মহারাষ্ট্র প্রশাসন। রাজ্যের শুল্ক ও বন বিভাগের সচিব বিকাশ খার্গে জানিয়েছেন, বাঘ সংরক্ষণ প্রকল্পের দূত হিসেবে বলিউডের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চনকে নিয়োগ দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, এর মধ্য দিয়ে একটা ইতিবাচক ফল পাওয়া যাবে।
কর্নাটক, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু ও ওডিশা সরকারও বাঘ মৃত্যুর হার ঠেকাতে নানা পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানানো হয়েছে।
Abdul Kuddus Mizi liked this on Facebook.
Yasin liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.