আমাদের বাসার পাশেই মোড়ে বসে আমি আর বন্ধু মিটন চা খাচ্ছিলাম আর প্রয়োজনীয় কথা বলছিলাম । এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বাসার উদ্দেশ্যে দোকান ত্যাগ করে বাসার গলিতে ঢুকতেই আল্লাহ্, আল্লাহ্ বলে উচ্চ শব্দে আওয়াজ পাচ্ছিলাম । সামনের দিকে চেয়ে দেখি আমাদের বাসার সামনে একটি ভ্যানগাড়ির ওপর লাল পলিথিনে মোড়ানো । সঙ্গে সঙ্গে চোখে পড়লো- একটি রিক্সা থেকে এক ভদ্র মহিলা ভ্যানগাড়ির ওপর টাকা ছুড়ে মারলেন । ভ্যানগাড়ির কাছে আসার আগেই বুঝতে পারলাম-পঙ্গু কোনো ভিক্ষুক এভাবে ভিক্ষা করছেন । কিন্তু উচ্চ শব্দের রহস্য তখনও বুঝতে পারছিলাম না । কাছে এসে দেখতে পেলাম, লাল পলিথিনের ভিতরে ভ্যান গাড়ির ওপর এক বৃদ্ধ ভিক্ষুক শুয়ে আছেন । গাড়ির চালককে পলিথিন সড়াতে বললাম । হায় একি কান্ড !!! ইনিতো মুখে কিছুই বলছেন না, তাহলে আল্লাহ্ আল্লাহ্ শব্দ আসছে কোথায় থেকে ? খুঁজে পেলাম পলিথিনের নিচে একটি ব্যাগের ভিতরে একটি হ্যান্ড মাইক !
এই মাইকে আল্লাহ্ আল্লাহ্ রেকর্ড বাজছে ! সন্দেহটা বেড়ে যাওয়ায় আরও বেশি কৌতুহলী হয়ে উঠলাম । বৃদ্ধকে বললাম ওঠে বসতে, উঠে বসলেন এবং সুস্থ্যভাবেই কথা বলা শুরু করলেন । জানতে চাইলাম এসব কি নিজের ? তিনি বললেন, ভ্যানগাড়ির রোজ ৫০টাকা ভাড়া, হ্যান্ড মাইক ৫০ টাকা ভাড়া আর চালকের রোজ ৩৫০টাকাসহ মোট ৪৫০টাকা প্রতিদিন খরচ । এভাবে দশ বছর যাবত ভিক্ষা করে আসছেন । থাকেন মিরপুর, গ্রামের বাড়ি বাগের হাট । ওই বৃদ্ধ ভিক্ষুকের আক্ষেপ, এভাবে ভিক্ষা করেও তিনি এখনও কিছু করতে পারেননি, অথচ অন্যরা বাড়ি গাড়ি করে ফেলেছেন ।
শেখ এমদাদুল হক মিলনঃ
Mamun Talukder liked this on Facebook.
Yusuf Un Nobi Babu liked this on Facebook.
Showkat Hossain liked this on Facebook.
Abdul Mannan liked this on Facebook.
Bilal Hasan liked this on Facebook.