কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক রাসেলের স্ত্রী নিলুফা মনিকে নিয়ে উধাও হয়ে গেছেন কক্সবাজার শহর ছাত্রলীগ নেতা আরমান। সোমবার ভোর রাতে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনাটি কক্সবাজার শহরে টক অব দ্যা টাউনে পরিণত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক রাসেলের সঙ্গে নিলুফা মনিরের কাবিন ও আকদ হয় দুই মাস আগে। ফলে ১৩ আগস্ট বৃহস্পতিবার কক্সবাজার শহরের ডায়াবেটিক হাসপাতাল পয়েন্টে অবস্থিত বিয়াম ফাউন্ডেশনের অডিটোরিয়ামে বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কথা ছিল। সেই হিসেবে বিয়ের দাওয়াত দিয়ে চিঠিও বিলি করা হয় কয়েক দিন ধরে। কিন্তু হঠাৎ করেই সোমবার ভোর রাতে পুরনো প্রেমিক শহরের বইল্ল্যাপাড়া এলাকার ছাত্রলীগ নেতা আরমানের হাত ধরে পালিয়ে যান নিলুফা।
ছাত্রদল সভাপতির স্ত্রীকে নিয়ে উধাও ছাত্রলীগ নেতাস্বামী রাশেদুল হক রাসেলের সঙ্গে নিলুফা মনি
ছাত্রলীগ নেতা আরমান শহরের বইল্ল্যাপাড়া এলাকার আরমান ম্যানশনের বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া চৌধুরীর নাতি। আর নিলুফা কক্সবাজার শহরের মধ্যম নুনিয়াছড়ার আবদুল কাদেরের কন্যা এবং কক্সবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনির উদ্দিনের বোন।
এদিকে ভোর রাতে পুরনো প্রেমিক আরমানের হাত ধরে নিলুফা উধাও হয়ে যাওয়ার পর থেকে উভয় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। এ বিষয়ে জানতে আরমানের বক্তব্যের জন্য বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অপরদিকে নিলুফা মনিরের পরিবার এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি।
জানতে চাইলে নিলুফা মনির স্বামী ও জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক রাসেল বলেন, ‘ঘটনা জানার পর আমার পরিবারের লোকজন মেয়ের বাড়িতে গিয়েছেন। আমার শ্বশুর বাড়ির লোকজন জানিয়েছেন-নিলুফা বিয়ের দাওয়াত দিতে কার্ড নিয়ে সকালে বের হয়ে আর বাড়িতে ফিরেনি।’ এর বেশি কিছু তিনি জানেন না বলে জানান।
তবে আরমানের বন্দুরা জানান, দীর্ঘদিনের সম্পর্কের কারণে আরমানের হাত ধরে নিলুফা পালিয়ে যায়।
মাটির পিঞ্জিরা liked this on Facebook.
Shahriar Nafees liked this on Facebook.
Abdul Kuddus Mizi liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Sudeepta Das Sumon liked this on Facebook.
Faruk Mb liked this on Facebook.
Shajahan Mohammed liked this on Facebook.
Md Fuad Khan liked this on Facebook.
Dander power base
Rubel Mahmud liked this on Facebook.
Jone Make liked this on Facebook.
Abu Bakar Sohel liked this on Facebook.
Abdul Mannan liked this on Facebook.
Sohel Rana liked this on Facebook.
Yusuf Un Nobi Babu liked this on Facebook.
Sumon Bhuaiyan liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.
Jahangir Kabir liked this on Facebook.
Bilal Hasan liked this on Facebook.